Future Crime Summit 2025: সাইবার সুরক্ষায় অসামান্য অবদান, পুরস্কৃত প্রোডিসকভার

Future Crime Summit 2025: ভারতকে ডিজিটাল ক্ষেত্রে আরও শক্তিশালী করার যে লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়েছেন, তা নিয়ে সম্মেলনে আলোচনা হয়। প্রোডিসকভারের চিফ বিজনেস অফিসার মইন শেখ বলেন, "আন্তর্জাতিক সাইবার সুরক্ষায় আমাদের যা অবদান তা তুলে ধরার অসাধারণ একটা প্ল্যাটফর্ম এই সম্মেলন।"

Future Crime Summit 2025: সাইবার সুরক্ষায় অসামান্য অবদান, পুরস্কৃত প্রোডিসকভার
সাইবার সুরক্ষায় অসামান্য অবদানের জন্য পুরস্কৃত প্রোডিসকভার

Feb 17, 2025 | 5:38 PM

নয়াদিল্লি: প্রযুক্তিকে হাতিয়ার করে অপরাধ ক্রমশ বাড়ছে। কীভাবে তার মোকাবিলা করা যাবে? সেই দিশা দেখাতেই নয়াদিল্লির আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে ২ দিনের সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সফলভাবে শেষ হয়েছে ‘দ্য ফিউচার ক্রাইম সামিট ২০২৫’। ফিউচার ক্রাইম রিসার্চ ফাউন্ডেশন (FCRF) এই সম্মেলনের আয়োজন করে। সেখানে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, সাইবার আইনজীবী, একাধিক ল এনফোর্সমেন্ট সংস্থা অংশ নিয়েছিল। ক্রমবর্ধমান ডিজিটাল বিপদের মোকাবিলা নিয়ে সম্মেলনে আলোচনা হয়।

এই সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় প্রোডিসকভার ডিজিটাল ফরেনসিকস সংস্থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে কাজে লাগিয়ে প্রোডিসকভার দেশীয় প্রযুক্তিতে একটি লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্ভাবন করেছে। নাম প্রোডিসকভার FlexKey। ফরেনসিক তদন্তে কাজে লাগবে FlexKey ।

ডিজিটাল ফরেনসিকে ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে প্রোডিসকভারের। প্রোডিসকভারের সিইও ন্রুপুল রাও বলেন, নতুন নতুন উদ্ভাবন-ই প্রোডিসকভারের ভিত। ডিজিটাল ফরেনসিক প্রযুক্তিতে অসামান্য অবদানের জন্য এই সম্মেলনে পুরস্কৃতও হয় প্রোডিসকভার ডিজিটাল ফরেনসিকস। সাইবার নিরাপত্তা ও ফরেনসিক তদন্তে এই সংস্থা নিরন্তর কাজ করে যাবে। প্রোডিসকভারের হেডকোয়ার্টার হায়দরাবাদে। দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেভাবে নতুন নতুন উদ্ভাবন করেছে প্রোডিসকভার, তা প্রশংসিত হয় সম্মেলনে।

ভারতকে ডিজিটাল ক্ষেত্রে আরও শক্তিশালী করার যে লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়েছেন, তা নিয়ে সম্মেলনে আলোচনা হয়। প্রোডিসকভারের চিফ বিজনেস অফিসার মইন শেখ বলেন, “আন্তর্জাতিক সাইবার সুরক্ষায় আমাদের যা অবদান তা তুলে ধরার অসাধারণ একটা প্ল্যাটফর্ম এই সম্মেলন।” ডিজিটাল ফরেনসিক প্রফেশনালদের হাতে ডিজিটাল সুরক্ষায় অত্যাধুনিক সরঞ্জাম তুলে দেওয়া প্রোডিসকভারের লক্ষ্য।