Punjab Blast: নতুন ফাঁদ পাতছে লরেন্স? বাবা সিদ্দিকীর পর এবার ‘টার্গেট’ করল বিজেপি নেতাকে, চলল গ্রেনেড হামলা
Punjab Blast: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার ফলে কার্যত ভেঙে পড়েছে বাড়ির একটা অংশ। ক্ষতি হয়েছে বাইরে দাঁড় করানো মন্ত্রীর গাড়ির। ভেঙেছে জানলা-দরজাও। তবে কোনও আহত বা হতাহতের ঘটনা ঘটেনি।

জলন্ধর: লরেন্স আতঙ্ক যেন কমছে না। সোমবার গভীর রাতে বিস্ফোরণ। তাতেও যোগ মিলল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। ঘটনা পঞ্জাবের জলন্ধরের। গতকাল মধ্যরাতে সেখানে বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী মনোরঞ্জন কালিয়ার বাসভবনের বাইরে চলে গ্রেনেড হামলা। সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত জিষাণ আখতার। পুলিশ সূত্রে খবর, জিষাণ নাকি লরেন্স বিষ্ণোই ঘনিষ্ট।
তবে কি এনসিপি নেতা বাবা সিদ্দিকীর পর এবার পঞ্জাবের এই বিজেপি নেতাকে ‘মেরে ফেলার’ চক্রান্ত তৈরি করছে লরেন্সের দল? সেই নিয়ে এখনও ধন্দেই পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে তদন্তকারীদের সূত্রে আরও জানা গিয়েছে যে বিজেপির নেতার উপর হামলাটা শুধুই লরেন্সের চক্রান্ত নয়। এর পিছনে হাত রয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI-এরও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার ফলে কার্যত ভেঙে পড়েছে বাড়ির একটা অংশ। ক্ষতি হয়েছে বাইরে দাঁড় করানো মন্ত্রীর গাড়ির। ভেঙেছে জানলা-দরজাও। তবে কোনও আহত বা হতাহতের ঘটনা ঘটেনি। নেতার উপর এমন হামলা ঘিরে চড়েছে পঞ্জাবের রাজনীতি। দিন কয়েক আগেও সেখানকার একটি মন্দিরে বোমা হামলা চালায় এক দল দুষ্কৃতী। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার নিশানায় প্রাক্তন মন্ত্রী। যা ঘিরে পঞ্জাবে সরগরম পরিস্থিতি। মুখ্য়মন্ত্রী ভগবন্ত মানের বিরুদ্ধে গলা চড়িয়েছে বিজেপি-সহ অন্য বিরোধী দলেরাও।
#WATCH | Punjab | A blast happened outside the residence of BJP Leader Manoranjan Kalia in Jalandhar. A police team is present at the spot. Investigation is underway. pic.twitter.com/xj7zwMH5la
— ANI (@ANI) April 8, 2025
সংবাদসংস্থা এএনআইকে ওই বিজেপি নেতা জানিয়েছেন, ‘মাঝ রাতে হঠাৎ করেই দেখি কেঁপে উঠল বাড়িটা। সঙ্গে বিকট শব্দ। প্রথম ভাবলাম বাজ পড়েছে বা ভূমিকম্প হয়েছে। কিন্তু খানিক পরেই নিজের জানলা দিয়ে তাকিয়ে দেখি বাইরেটা ধোঁয়া ধোঁয়া। এরপরেই তড়িঘড়ি দেহরক্ষীদের থানায় পাঠাই।’

