Puri Jagannath Dham: শ্রীক্ষেত্রে নিশ্ছিদ্র নিরাপত্তা, বোমাতঙ্ক জগন্নাথ মন্দিরে!

Jan 21, 2026 | 5:50 PM

Bomb Threat at Jagannath Temple: হুমকি সামনে আসার পরই পুরীর মন্দিরে মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী। পাশাপাশি আটক করা হয়েছে ১ মহিলাকে। আর এ মহিলার অ্যাকাউন্ট থেকে এই হুমকি পোস্ট করা হয়েছিল, সেই মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক। এই হুমকি সামনে আসার পরই পুরীর মন্দিরে মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী। পাশাপাশি আটক করা হয়েছে ১ মহিলাকে। আর এ মহিলার অ্যাকাউন্ট থেকে এই হুমকি পোস্ট করা হয়েছিল, সেই মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব স্বাভাবিক ভাবেই এই ঘটনা সামনে আসার পর থেকেই এই মন্দিরের চারদিকে বাড়ছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা। উল্লেখ্য, পুরীর মন্দির প্রায় ৮০০ বছরের পুরনো। তবে ওই পোস্টে বিজেডির রাজ্য সভার সাংসদ শুভাশিস কুন্টিয়া ও পুরীর একটি শপিং কমপ্লেক্সকেও টার্গেট করার কথা বলা হয়েছে এই পোস্টে।

Published on: Jan 21, 2026 05:46 PM