
ভুবনেশ্বর: পুজো ও কপিরাইট, এই দু’টি শব্দ একই সঙ্গে থাকার ক্ষমতা রাখে? মানুষ ধর্মযুদ্ধ দেখেছে। ধর্ম নিয়ে বিবাদও দেখেছে। কিন্তু ধর্ম সে কি কপিরাইটের অংশ হতে পারে? বিশেষ করে পুজো-অর্চনা। সেক্ষেত্রে কপিরাইট সম্ভব? উত্তর সময় দেবে। কিন্তু ভাবনা যে চলছে তা তো অস্বীকার করার নয়। ঈশ্বরও এবার ‘কপিরাইট ম্যাটার’। জানা গিয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের আচার-অনুষ্ঠান, রীতিনীতির ‘কপিরাইট’ নিতে চায় ওড়িশা সরকার। গোটা বিষয়টাই এখনও আলোচনা পর্বে রয়েছে। সংবাদসংস্থা পিটিআই-কে এই ‘কপিরাইট’ পরিকল্পনার কথা জানিয়েছেন খোদ পুরীর সাম্মানিক রাজা তথা জগন্নাথ মন্দিরের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান গজপতি মহারাজ দিব্যসিংহ দেব। তাঁর কথায়, মূলত পুরীর পুজো রীতিনীতি, আচার অনুষ্ঠানকে নিরাপদ ও বেহাত হওয়া থেকে রক্ষা করতেই নাকি এই সিদ্ধান্তের পথে হাঁটছে মন্দির কমিটি। কিন্তু হঠাৎ করেই এই কপিরাইটের এখনই কি দরকার পড়ল? সাধারণ নিয়ম বলে, কোনও কিছু নকল হওয়া থেকে রক্ষা করতে...