টিকারণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হবে, বিজ্ঞপ্তি ইউজিসির

ইউজিসির মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের এমন পদক্ষেপের সমালোচনা করেছে দেশে বহু শিক্ষাবিদ। এই উদ্যোগের পেছনে টিকারণের রাজনীতি (Politics) কাজ করেছে বলে অনেকের ধারনা।

টিকারণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হবে, বিজ্ঞপ্তি ইউজিসির
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্যানার
Follow Us:
| Updated on: Jun 22, 2021 | 3:51 PM

নয়াদিল্লি: টিকাকরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ (Thank you PM Modi) জানাতে হবে। এই মর্মে দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে ধন্যবাদ জানাতে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউজিসি (University Grants Commission)। ইমেল পাঠিয়ে এই কথা জানানো হয় বিশ্বিবদ্যালগুলিকে। ২১ জুন থেকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ১৮ বছরের বেশি বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে। এরপরেই বিজ্ঞপ্তি প্রকাশ করে মঞ্জুরি কমিশন।

ইউজিসির মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের এমন পদক্ষেপের সমালোচনা করেছে দেশের বহু শিক্ষাবিদ। এই উদ্যোগের পেছনে টিকারণের রাজনীতি কাজ করেছে বলে অনেকের ধারনা। ইউজিসির পক্ষ থেকে ইতিমধ্যেই ইমেল পেয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়।

সেখানে বলা হয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয় চত্বরে ফ্লেক্স টাঙিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে হবে। সেখানে লেখা থাকবে– থ্যাঙ্ক ইউ পিএম মোদী। মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে গ্রাফিক্স ডিজাইন করেও পাঠানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এভাবে রাজনীতিকে মেশানো উচিত নয় বলেই মনে করছে অভিজ্ঞ মহল। এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি ইউজিসির সচিব রজনিশ জৈন।

আরও পড়ুন: বেড়েই চলেছে জ্বালানির দাম, কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রল