AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rafale Deal: জলপথে চিনের বুকেও ভয় ধরাবে! ৬৩,০০০ কোটির ডিলে অনুমোদন মোদীর মন্ত্রিসভার

Rafale Deal: এর আগে ২০১৬-র সেপ্টেম্বরে আরও একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুসারে ৩৬টি রাফায়েল ইতিমধ্যেই পেয়েছে ভারত। অম্বালা ও হাসিমারায় ১৮টি রাফায়েল মোতায়েনও করা হয়েছে।

Rafale Deal: জলপথে চিনের বুকেও ভয় ধরাবে! ৬৩,০০০ কোটির ডিলে অনুমোদন মোদীর মন্ত্রিসভার
প্রতীকী ছবি Image Credit: PTI
| Updated on: Apr 11, 2025 | 6:06 PM
Share

নয়া দিল্লি: ভারত মহাসাগরীয় অঞ্চলে ক্রমশ নিজেদের বিস্তার বাড়ানোর চেষ্টা করছে চিন। জলভাগ থেকে স্থলভাগ, সর্বত্র নিজেদের দখল কায়েম করার প্রবণতা চিনের জন্য নতুন নয়। এরই মধ্যে বড় চুক্তি সেরে ফেলল নয়া দিল্লি। ফ্রান্স থেকে ভারতের হাতে আসছে ২৬টি রাফায়েল ফাইটার জেট। জলপথে শত্রুদের মোকাবিলা করতে বড় শক্তি পেল ভারত।

প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই চুক্তিতে অনুমোদন দিয়েছে। প্রায় ৬.৬ বিলিয়ন ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬৩,৮৮৭ কোটি টাকার ওই চুক্তি ভারতের প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, ভারতের মাটিতে তৈরি এয়ারক্রাফট কেরিয়ার আইএনএস বিক্রান্ত থেকে ওই রাফায়েল চালনা করা হবে বলে জানা গিয়েছে।

ওই চুক্তিতে মোট ২৬টি রাফায়েল কেনার কথা রয়েছে। এর মধ্যে ২২টি সিঙ্গল সিট রাফায়েল, চারটি টুইন সিট ট্রেনার। এর মধ্যেই থাকবে বেশ কিছু অস্ত্র। ক্রু ট্রেনিং ও লজিস্টিক সাপোর্টের বিষয়টিও রয়েছে চুক্তিতে।

এর আগে ২০১৬-র সেপ্টেম্বরে আরও একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুসারে ৩৬টি রাফায়েল ইতিমধ্যেই পেয়েছে ভারত। অম্বালা ও হাসিমারায় ১৮টি রাফায়েল মোতায়েনও করা হয়েছে।

এবার যে চুক্তি হল, তাতে আগামী ৩৭ থেকে ৬৫ মাসের মধ্যে ফাইটার জেটগুলি দেওয়া হবে। হিসেব মতো ২০৩১-এর মধ্যে ওই রাফায়েলগুলো পাওয়ার কথা ভারতের।