Rahul Gandhi: ‘অকাট্য প্রমাণ রয়েছে…’, কমিশনের বিরুদ্ধে হাতে ‘পরমাণু’ পেয়েছেন রাহুল

Rahul Gandhi: এরপরে কারওর নাম না করেই আক্রমণ শানাতে দেখা যায় রাহুলকে। তিনি বলেন, "আপনি ভারতের বিরুদ্ধে কাজ করছেন। যা বিশ্বাসঘাতকতার থেকে কম কিছু নয়। আপনি যেখানেই থাকুন, আমরা আপনাকে খুঁজে বের করবই।"

Rahul Gandhi: অকাট্য প্রমাণ রয়েছে..., কমিশনের বিরুদ্ধে হাতে পরমাণু পেয়েছেন রাহুল
রাহুল গান্ধী Image Credit source: PTI

|

Aug 01, 2025 | 3:01 PM

নয়াদিল্লি: সিঁদুর মিটেছে। এবার SIR নিয়ে আসরে বিরোধী শিবির। ইতিমধ্য়েই সংসদে বিহারের ভোটার সমীক্ষা নিয়ে আলোচনা করতে চেয়ে সরব হয়েছেন বিরোধীরা। আর সেই আবহেই বিস্ফোরক রাহুল গান্ধী। কমিশনের বিরুদ্ধে রীতিমতো ‘ভোট চুরির’ অভিযোগ করলেন তিনি।

শুক্রবার সংসদ চত্বরে দাঁড়িয়ে কমিশনের বিরুদ্ধে করা বিরোধীদের একটি ‘স্বাধীন’ তদন্তের কথা বলেন রাহুল। বিরোধী দলনেতার দাবি, “আমাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশন ভোট চুরির দায়ে অভিযুক্ত। এমনকি, কমিশনের অন্দরে যারা এই কাজ করছে, সে উচ্চপদস্থ হোক বা নিম্নপদস্থ, তাদের কোনও ভাবেই রেহাই দেওয়া হবে না।”

এরপরে কারওর নাম না করেই আক্রমণ শানাতে দেখা যায় রাহুলকে। তিনি বলেন, “আপনি ভারতের বিরুদ্ধে কাজ করছেন। যা বিশ্বাসঘাতকতার থেকে কম কিছু নয়। আপনি যেখানেই থাকুন, আমরা আপনাকে খুঁজে বের করবই।”

তাঁর সংযোজন, “মধ্য প্রদেশ ও লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আমাদের সন্দেহ হয়েছিল। যা মহারাষ্ট্র নির্বাচনের পর আরও বেড়ে যায়। বিশেষ করে যখন আমরা দেখলাম যে চূড়ান্ত ভোটার তালিকায় হঠাৎ করেই ১ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তখনই আমরা বুঝতে পারি যে কিছু একটা হচ্ছে। এরপরেই ছয় মাস ধরে চলে তদন্ত। সেই তদন্তের পর আমরা যা পেয়েছি তা পরমাণু বোমার সমান। এটা যদি একবার বিস্ফোরণ হয় কমিশনের পালানোর পথ থাকবে না।”