
নয়া দিল্লি: পহেলগাঁও হামলার বদলা নিয়ে ধৈর্য্যের বাঁধ ভাঙছিল বিরোধীদের। ২৭ জন পর্যটককে যেভাবে ধর্ম বিচার করে মারা হল, তার হিসেব কীভাবে বুঝে নেবে ভারত, তা নিয়ে প্রশ্ন উঠছিল। প্রশ্ন উঠছিল, কেন এখনও কাউকে ধরা গেল না? অবশেষে মঙ্গলবার রাতে ডেরায় ঢুকে প্রায় শ খানেক জঙ্গিকে মেরে এসেছে ভারত। আর ভারতীয় সেনার সেই অভিযানের প্রশংসা বিরোধীদের।
মঙ্গলবার রাতভর পাক অধিকৃত কাশ্মীরে চলেছে সেনা অভিযান। বুধবার সকালেই এক্স মাধ্যমে প্রতিক্রিয়া দিতে থাকেন একের পর এক বিরোধী নেতা-নেত্রীরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, ‘জয় হিন্দ, জয় হিন্দ।’
Jai Hind! Jai India!
— Mamata Banerjee (@MamataOfficial) May 7, 2025
কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, “আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্বিত। জয় হিন্দ।”
Proud of our Armed Forces. Jai Hind!
— Rahul Gandhi (@RahulGandhi) May 7, 2025
এভাবেই শিক্ষা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন এআইএমআইএম চিফ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি লিখেছেন, “জঙ্গিঘাঁটিতে যেভাবে ভারতীয় সেনা আঘাত হেনেছে, তাকে স্বাগত জানাই। পাকিস্তানকে এভাবেই শিক্ষা দেওয়া উচিত, যাতে পহেলগাঁওয়ের মতো ঘটনা আর কখনও না ঘটে। পাকিস্তানের জঙ্গিঘাঁটি একেবারে নস্যাৎ করে দেওয়া উচিত।”
আরজেডি নেতা তেজস্বী যাদব সেনাবাহিনীর প্রশংসা করে লিখেছেন, “ভারত, ভারতীয় ও ভারতীয় সেনা কখনও দেশে কোনও সন্ত্রাসবাদ বরদাস্ত করেনি, ভবিষ্যতেও করবে না। বারবার মায়ের কোল, বোনের হাত আর মাথার সিঁদুরের রক্ষা করে আসছে ভারতীয় সেনা।”
भारत, भारतीयों और भारतीय सेना ने कभी भी अपने देश में किसी भी प्रकार के आतंकवाद और अलगाववाद को बर्दाश्त नहीं किया है और ना ही कभी करेंगे।
भारतीय सेना ने हर बार माताओं की कोख, बहनों की कलाई, और उनके माथे के सिंदूर की रक्षा की है।
हम सत्य, अहिंसा और शांति को मानने वाले लोग है। हम… pic.twitter.com/WT74fZYH1m
— Tejashwi Yadav (@yadavtejashwi) May 7, 2025