Railway: হার মানবে বন্দে ভারত, এভাবেই লুপের ভিতর দিয়ে হাইস্পিডে পৌঁছে যাবেন, ভিডিয়ো প্রকাশ রেলমন্ত্রীর
Railway: শীঘ্রই বিশ্বের দীর্ঘতম হাইপারলুপ টিউব তৈরি হতে চলেছে ভারতে, যার দৈর্ঘ্য হবে ৪১০ মিটার। বর্তমানে যে পরীক্ষামূলক টিউবটি আইআইটি-তে রয়েছে, সেটি এশিয়ার মধ্যে দীর্ঘতম।

চেন্নাই: গবেষণা চলছে বেশ কয়েক বছর ধরেই। এবার বাস্তবায়নের কাছাকাছি পৌঁছে গিয়েছে রেলের বিশেষ প্রজেক্ট। বলা যেতে পারে এই প্রকল্প রেলের এক নয়া ইতিহাস তৈরি করবে। রাজধানী বা বন্দে ভারতকে হার মানিয়ে অত্যন্ত দ্রুতগতিতে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার সেই ব্য়বস্থার নাম ‘হাইপারলুপ’। রেলের উদ্যোগে মাদ্রাজ আইআইটি-তে চলছে গবেষণা। এবার সেই হাইপারলুপের ভিডিয়ো প্রকাশ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সম্প্রতি মাদ্রাজ আইআইটি-তে গিয়েছিলেন রেলমন্ত্রী। হাইপারলুপ ঠিক কীভাবে কাজ করবে, তা খতিয়ে দেখেন তিনি। সেখানে গিয়ে মন্ত্রী জানান, শীঘ্রই বিশ্বের দীর্ঘতম হাইপারলুপ টিউব তৈরি হতে চলেছে ভারতে, যার দৈর্ঘ্য হবে ৪১০ মিটার। বর্তমানে যে পরীক্ষামূলক টিউবটি আইআইটি-তে রয়েছে, সেটি এশিয়ার মধ্যে দীর্ঘতম। এর সঙ্গে আরও ৪০ মিটার যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।
হাইপারলুপ হল এমন একটি ব্যবস্থা, যাতে থাকবে একটি বায়ুনিরুদ্ধ টিউব। তার মধ্যে দিয়ে ছুটবে পড, যার গতি হতে পারে ১০০০ কিমি প্রতি ঘণ্টায়। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, পুরো প্রযুক্তিটাই যাতে দেশে তৈরি করা সম্ভব হয়, তারই ব্যবস্থা করা হচ্ছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হবে হাইপারলুপের ইলেকট্রনিক কম্পোন্যান্ট।
এই গবেষণার জন্য ২০২২ সালে রেল মন্ত্রক ৮.৩৪ কোটি টাকা দিয়েছিল মাদ্রাজ আইআইটি-কে। আপাতত সেই গবেষণা যে অনেকটাই এগিয়েছে, তা নিশ্চিত করেছেন অশ্বিনী বৈষ্ণব। আইআইটি-তে যেভাবে তরুণ গবেষকরা দিনরাত ধরে এই বিষয়ে কাজ করছেন, তার প্রশংসা করেছেন মন্ত্রী। তিনি লিখেছেন, “আমরা সামান্য সাহায্য় করছি মাত্র। ইঞ্জিনিয়াররা যেভাবে কাজ করছেন, তা দেখে আমি খুশি।”
View this post on Instagram





