Raja Sonam Case: চারবারের চেষ্টায় ‘সফল’! রাজা-খুনে শেষ তিনবার যে কাণ্ডটা ঘটিয়েছিল সোনম

Meghalaya Honeymoon Murder: এদিন পূর্ব খাসি পাহাড়ের পুলিশ সুপার বিবেক সায়েম প্রেস বিজ্ঞপ্তিতে এই চতূর্থবার খুনের চেষ্টায় হওয়া 'সাফল্যের' কথা জানান। তিনি বলেন, রাজা খুনে প্রথম চেষ্টা হয়েছিল গুয়াহাটিতে। কিন্তু লাভের লাভ হয় না।

Raja Sonam Case: চারবারের চেষ্টায় সফল! রাজা-খুনে শেষ তিনবার যে কাণ্ডটা ঘটিয়েছিল সোনম
বাঁদিকে সোনম ও ডানদিকে মৃত রাজা রঘুবংশীImage Credit source: X

|

Jun 13, 2025 | 4:33 PM

শিলং: চতূর্থবারে ‘সাফল্য’। অবশ্য তার মাশুল এখন গুনতে হচ্ছে সোনমকে। মেঘালয়ে গিয়ে স্বামী খুনে অভিযুক্ত হয়েছেন তিনি। গ্রেফতার হয়েছে তার প্রেমিকও। সঙ্গে আরও তিন। তবে স্বামী খুনের অঙ্গীকার ও পদক্ষেপ মেঘালয়ের পাহাড়েই প্রথম নেননি সোনম। এর আগেও তিন তিনবার রাজাকে মেরে ফেলার চেষ্টা করেছেন এই অভিযুক্ত স্ত্রী, এমনটাই দাবি পুলিশের।

এদিন পূর্ব খাসি পাহাড়ের পুলিশ সুপার বিবেক সায়েম প্রেস বিজ্ঞপ্তিতে এই চতূর্থবার খুনের চেষ্টায় হওয়া ‘সাফল্যের’ কথা জানান। তিনি বলেন, রাজা খুনে প্রথম চেষ্টা হয়েছিল গুয়াহাটিতে। কিন্তু লাভের লাভ হয় না।

তাঁর কথায়, ‘শেষবার হত্যায় সাফল্যের আগেও আরও কয়েক দফা চেষ্টা চালিয়েছিল তারা। চেয়েছিল গুয়াহাটিতে মেরে, তার দেহ পাচার করে দিতে। কিন্তু পারেনি। এমনকি, নংরিয়াতেও তাকে হত্যা করতে চেয়েছিল সোনম। কিন্তু ভাল জায়গা না পাওয়ায় তা আর হয়ে ওঠেনি। এমনকি, ওয়েসিডংয়ের পথে রাজা একবার বাথরুম গিয়েছিল। সেখানেও তাকে খুনের চেষ্টা করে সোনম। কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে ওয়েসিডংয়ের নির্জন এলাকায় ঘটায় কাণ্ড।’

উল্লেখ্য, এই সমস্তটাই সে করেছে রাজকে পাওয়ার জন্য। পুলিশি জেরায় সোনম স্বীকার করেছে, তাকে জোর করে বিয়ে দেওয়া হয়। সে নাকি বিয়ে করতেই চায়নি। এমকি, প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার আরও জানিয়েছেন, এটা কোনও সুপারি খুন বা ভাড়া করা গুন্ডা দিয়ে করানো খুন নয়। সোনম-রাজ ছাড়া গ্রেফতার হওয়া বাকি তিন, রাজের আত্মীয়।