Rajnath Singh in Parliament: সত্যিই ট্রাম্পের চাপে স্থগিত হয় সিঁদুর প্রত্যাঘাত? সংসদে মুখ খুললেন রাজনাথ

Rajnath Singh in Parliament: ২০০৮ সালে মুম্বইয়ে যখন দেশের সবচেয়ে বড় সন্ত্রাস হামলা হল, সেই সময় সরকারের যতটা গুরুত্ব দিয়ে স্বচ্ছ ভাবে তদন্ত করা প্রয়োজন ছিল, তা হয়নি।

Rajnath Singh in Parliament: সত্যিই ট্রাম্পের চাপে স্থগিত হয় সিঁদুর প্রত্যাঘাত? সংসদে মুখ খুললেন রাজনাথ
রাজনাথ সিংImage Credit source: PTI

|

Jul 28, 2025 | 3:27 PM

নয়াদিল্লি: ২টো অবধি মুলতুবি। তারপর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে লোকসভায় শুরু হল অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। আর এদিনের সেই আলোচনার শুরুর পরেই রাজনাথ সিং উঠে দাঁড়িয়ে বলেন, এই আলোচনা অনেক আগেই শুরু হয়ে যেতে পারত। কিন্তু বিরোধীদের প্রতিবাদের কারণে সংসদ মুলতুবি থেকেছে।

নিজের বক্তৃতার শুরু থেকেই রাজনাথের তির থাকল বিরোধীদের দিকে। তার তরফে দেওয়া বক্তৃতার প্রায় শেষেও রাজনাথ বললেন, ২০০৮ সালে মুম্বইয়ে যখন দেশের সবচেয়ে বড় সন্ত্রাস হামলা হল, সেই সময় সরকারের যতটা গুরুত্ব দিয়ে স্বচ্ছ ভাবে তদন্ত করা প্রয়োজন ছিল, তা হয়নি।

তবে শুধু বিরোধীদের দিকে আক্রমণ নয়। রাজনাথ স্মরণ করেছেন সেনার কথাও। যতই হোক অপারেশন সিঁদুর যে তাদেরই সাফল্য কাহিনী। আর সেই নিয়ে সংসদে ‘সাফল্য গাঁথা’ রচনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। এদিন তিনি বলেন, “অপারেশন সিঁদুর যে সফলতা ছুঁয়েছে, সেই প্রসঙ্গে আলোচনার জন্য আজ এই সংসদ তৈরি। আমি সেই জওয়ানদের সম্মান জানাই, যারা এই দেশের জন্য নিজেদের জীবন ত্যাগ করেছেন, যারা এখনও এই দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করেছেন।”

তাঁর সংযোজন, “সিঁদুর অভিযানের আগে আমাদের সেনা এর পরিণতি সম্পর্কে ধারণা তৈরি করেই এগিয়ে গিয়েছে। অভিযানের প্রতিটি ক্ষেত্রকে নজরে রাখা হয়েছে। মাথায় রাখা হয়েছে যেন কোনও ভাবেই সাধারণ মানুষের প্রাণ না যায়। এই ভাবেই মাত্র ২২ মিনিটেই পাকিস্তানের ভিতরে থাকা ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে।” ভারতের প্রত্যাঘাতের বিরুদ্ধে পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত চালায়। কিন্তু দেশের আকাশরক্ষী ‘সুদর্শন চক্র’ বা এস-৪০০ সেই হামলাকে প্রতিহত করে। এদিনের বক্তৃতায় সেই কথাটাও মনে করালেন রাজনাথ।

সিঁদুর নিয়ে আলোচনা হল। ট্রাম্প প্রসঙ্গ উঠবে না এও সম্ভব? সরাসরি না উঠলেও ইঙ্গিতে তো উঠেছেই। তাও আবার রাজনাথ সিংয়ের বক্তৃতায়। সিঁদুর প্রত্যাঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা গিয়েছিল, চাপে রেখে সংঘাত বন্ধ করা হয়েছে। তবে এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বললেন, “যে যাই বলুক বা বিশ্বাস করুক, এটাই সত্যি যে কোনও রকম চাপের মুখে পড়ে অপারেশন সিঁদুর বন্ধ করা হয়নি। ভারত সেই অভিযান স্থগিত করেছে কারণ, এর নেপথ্যে থাকা রাজনৈতিক এবং সেনা উদ্দেশ্যগুলি সাধন হয়েছে।”