Rajnath Singh: ‘জিনহো মোহি মারা, তে ম্যায় মারে’, এই আদর্শেই মেরেছে সেনা, অভিবাদন প্রতিরক্ষামন্ত্রীর

Rajnath Singh: একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে। ভেঙে দেওয়া হয়েছে জইশ-ই-মহম্মদের হেডকোয়ার্টারও।

Rajnath Singh: জিনহো মোহি মারা, তে ম্যায় মারে, এই আদর্শেই মেরেছে সেনা, অভিবাদন প্রতিরক্ষামন্ত্রীর
রাজনাথ সিংImage Credit source: PTI

May 07, 2025 | 6:46 PM

নয়া দিল্লি: গভীর রাতে বড়সড় সামরিক অভিযান চালিয়েছে ভারত। মৃত্যু হয়েছে অন্তত ১০০ পাক জঙ্গির। যে সব ঘাঁটিতে জঙ্গিদের প্রশিক্ষণ চলে, সেগুলি ভেঙে-গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই অভিযানে পাকিস্তানের কোনও সাধারণ নাগরিকের এতটুকুও ক্ষতি হয়নি। সাংবাদিক বৈঠকে এ কথা স্পষ্ট জানিয়েছেন ভারতীয় সেনা। সেই সতর্কতা ও সংবেদনশীলতার জন্য সেনাকে সাধুবাদ জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

মঙ্গলবার রাতভর চলেছে সেই ‘অপারেশন সিঁদুর’। আর বুধবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ সিং উল্লেখ করলেন, কতটা সংবেদনশীলতার সঙ্গে পুরো অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এটা একমাত্র ভারতের পক্ষেই দেখানো সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।

রাজনাথ সিং বলেন, গতকাল রাতে ভারতীয় সেনা এক নতুন ইতিহাস তৈরি করেছে। সতর্কতা ও সংবেদনশীলতার সঙ্গে কাজ করেছে। এই প্রসঙ্গে একটি হিন্দি প্রবাদ উল্লেখ করেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘জিনহো মোহি মারা, তে ম্যায় মারে’, অর্থাৎ যারা মেরেছে, তাদেরই মারা হবে। এই অভিযানেও সেই আদর্শই মানা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, “সেনাবাহিনী শুধু তাদেরই মেরেছে, যারা আমাদের নিরপরাধ মানুষকে মেরেছে।” অনেক ভেবেচিন্তে এই অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে সীমান্ত থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে ঢুকে গিয়েছিল ভারতীয় সেনা। একের পর এক জঙ্গিঘাঁটিতে আঘাত হেনেছে পাকিস্তান।