Rajya Sabha: ‘সংবিধানের উপর আক্রমণ’, কংগ্রেসের মুসলিম সংরক্ষণ বিলে উত্তাল রাজ্যসভা, তোপ বিজেপির

Avra Chattopadhyay |

Mar 24, 2025 | 2:43 PM

Rajya Sabha: নতুন বিলকে হাতিয়ার করে সোমবার সাংসদ জেপি নাড্ডা বলেন, 'বাবাসাহেব আম্বেদকরের চেতনায় আঘাত আনছে কংগ্রেস। যেখানে সংবিধানে স্পষ্ট ভাবে বলা আছে, যে কোনও অবস্থাতেই দেশে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না। তারপরেও তারা এই ধরনের আইন আনতে উদ্যত্ত হয়েছে।'

Rajya Sabha: সংবিধানের উপর আক্রমণ, কংগ্রেসের মুসলিম সংরক্ষণ বিলে উত্তাল রাজ্যসভা, তোপ বিজেপির
উত্তাল রাজ্যসভা
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: গত সপ্তাহেই কর্নাটকে পাস হয়েছে মুসলিম সংরক্ষণ বিল। সেই দিনই এই বিল নিয়ে উত্তাল হয়েছিল সে রাজ্যের বিধানসভা। কংগ্রেসের বিরুদ্ধে ওয়েলে নেমে প্রতিবাদ চালিয়েছিল বিজেপি। আজ সেই আগুনের আঁচ পৌঁছে গেল রাজ্যসভা পর্যন্ত। সংরক্ষণ বিল নিয়ে সুর চড়ল সংসদের উচ্চ কক্ষে।

রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খড়্গেকে প্রশ্নের মুখে ফেলল বিজেপি। উত্তাল হল সংসদ। দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশনে সপ্তাহের প্রথম দিনেই মুলতবি করে দেওয়া হল রাজ্যসভা। রাজ্যের বিধানসভায় এই ৪ শতাংশ মুসলিম সংরক্ষণ বিল পাস করার পর কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ‘সংবিধানে বদল’ আনার কথা বলতে শোনা যায়।

এদিন যখন রাজ্যসভায় সংরক্ষণ বিল নিয়ে চড়ছে সুর। বাড়ছে হট্টগোল। সেই আবহেই ডিকে শিবকুমারের বিরুদ্ধে তোপ দেগে রাজ্যসভার বিজেপি সাংসদ কিরেন রিজিজু বলেন, ‘উনি একটি সাংবিধানিক পদে বসে মুসলিমদের সংরক্ষণ প্রদানের জন্য সংবিধান বদলের কথা বলেন। এই ধরনের মন্তব্যকে কোনও মতেই হালকাভাবে নেওয়া উচিত নয়। এটি দেশের সংবিধানের উপর আক্রমণ।’ এমনকি, তার পদত্যাগের দাবিতে সুর চড়াতে দেখা যায় বিজেপিকে।

নতুন বিলকে হাতিয়ার করে সোমবার সাংসদ জেপি নাড্ডা বলেন, ‘বাবাসাহেব আম্বেদকরের চেতনায় আঘাত আনছে কংগ্রেস। যেখানে সংবিধানে স্পষ্ট ভাবে বলা আছে, যে কোনও অবস্থাতেই দেশে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না। তারপরেও তারা এই ধরনের আইন আনতে উদ্যত্ত হয়েছে।’ তবে তাঁর বিরুদ্ধে আনা এই সকল অভিযোগকে নস্যাৎ করেছেন শিবকুমার। তাঁর দাবি, ‘আমি একজন যথেষ্ট বর্ষীয়ান রাজনীতিক। আমার মন্তব্যকে বিকৃত করা হচ্ছে।’