Rakesh Sharma: ৪০ বছর পরেও আকাশের দিকে তাকিয়ে রাকেশ! ইচ্ছা জাহির ‘তারার দেশে যাওয়ার’

Rakesh Sharma: রাকেশ যখন ফের মহাকাশের ওড়ার ইচ্ছা জাহির করছেন, সেই সময়ই কিন্তু শেষ মিনিটের প্রস্তুতি নিচ্ছেন লখনউয়ের শুভাংশু শুক্লা। দু'দিন পরেই নাসার উদ্যোগে অ্যাক্সিওম-৪ অভিযানে যেতে চলেছেন তিনি।

Rakesh Sharma: ৪০ বছর পরেও আকাশের দিকে তাকিয়ে রাকেশ! ইচ্ছা জাহির তারার দেশে যাওয়ার
রাকেশ শর্মাImage Credit source: Getty Image

|

Jun 08, 2025 | 4:10 PM

নয়াদিল্লি: কেটে গিয়েছে চারটে দশক। তবে এখনও কাটেনি মহাকাশে যাওয়ার নেশা। ২০২৭ সালে প্রথম মহাকাশে নভশ্চর পাঠাতে চলেছে ভারত। আর তাতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় নভশ্চর রাকেশ শর্মা।

শেষবার তিনি গিয়েছিলেন সোভিয়েতের মহাকাশযান চেপে। তখন ভারত এতটা আধুনিক হয়নি। কিন্তু ২০২৭ সালে গগনযান অভিযানের আওতায় প্রথমবার মহাশূন্যে নভশ্চর পাঠাতে চলেছে ইসরো। আর তাতেই সামিল হওয়ার কথা বললেন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার রাকেশ শর্মা।

এদিন NDTV-কে একটি সাক্ষাৎকারে রাকেশ শর্মা বলেন, ‘আমি একটু আগেই জন্মে গিয়ে ছিলাম। আমার সময়ে এই অভিযান সম্ভব হয়নি। তবে আমি যেতে আগ্রহী।’

রাকেশ যখন ফের মহাকাশের ওড়ার ইচ্ছা জাহির করছেন, সেই সময়ই কিন্তু শেষ মিনিটের প্রস্তুতি নিচ্ছেন লখনউয়ের শুভাংশু শুক্লা। দু’দিন পরেই নাসার উদ্যোগে অ্যাক্সিওম-৪ অভিযানে যেতে চলেছেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটির উদ্দেশ্যে আরও তিন নভশ্চর-সহ দ্বিতীয় ভারতীয় হিসাবে রওনা দেবেন শুভাংশু।

এদিন সেই প্রসঙ্গে রাকেশ শর্মা বলেন, ‘তিনি মহাকাশে চলা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার সাক্ষী থাকবেন। তবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র পর্যন্ত এই অভিযান বেশ সময়সাপেক্ষ। ১৪ দিন সময় লাগার কথা।’ এরপরেই তাঁর সংযোজন, ‘শুভাংশুকে অনেক শুভেচ্ছা জানাই। তুমি পৃথিবীতে একটা অন্য মানুষ হয়ে ফিরবে।’