মুম্বই: পুজোর আমেজে মেতে উঠেছে মায়ানগরী মুম্বইও। মুখার্জি বাড়ির পুজোয় বসেছে চাঁদের হাট। সপ্তমীর দুপুরে মুখার্জি বাড়ির পুজোয় অনেকটা সময় কাটালেন রানি মুখার্জি। সেল্ফি তুললেন। অতিথিদের সঙ্গে খোশমেজাজে গল্প করলেন। অনেক অভিনেতা-অভিনেত্রীরাও এসেছেন মুখার্জি বাড়ির পুজোয়। সপ্তমীর দুপুরে তাঁদের সঙ্গে ভরপুর আড্ডার মেজাজে রানি মুখার্জি। ষষ্ঠীর সন্ধেয় দেবীর বোধনের সময় মুখার্জি বাড়ির পুজোয় এসেছিলেন কাজলও। দেবী প্রতিমার সামনে বসে পুজোর কাজেও হাত লাগান তিনি। মুখার্জি পরিবারের বাকি সদস্যদের দেখা গেল সপ্তমীর সকালে।
সপ্তমীতেও সকাল থেকেই মুখার্জি বাড়ির পুজোয় রয়েছেন কাজল। সকলেই পুরোপুরি বাঙালি সাজে। সপ্তমীতে আজ মুম্বইয়ের মুখার্জি বাড়িতে চাঁদের হাট। তারকায় তারকায় ভরে গিয়েছে সপ্তমী। ইমতিয়াজ আলি, তনিশা, কপিল শর্মার শোয়ের সুমনা… আরও অনেকের দেখা মিলল মুখার্জি বাড়ির পুজোয়। আনন্দে মাতোয়ারা গোটা মুম্বই। বহু তারকার সমাগম মুখার্জি বাড়ির পুজোর সপ্তমীতে।
মুখার্জি বাড়ির এই পুজো হল মুম্বইয়ের অন্যতম বড় একটি দুর্গাপুজো। শুধু জাঁকজমকপূর্ণ পুজোর আয়োজনেই নয়, একইসঙ্গে তারকার মেলাও এই পুজোর অন্যতম ইউএসপি। বলিউডের বহু তারকাকে এই পুজোর ক’টা দিনে দেখা মেলে মুখার্জি বাড়ির পুজোয়। সকলে মিলে পুজোর কাজে হাত লাগান।
মুখার্জি বাড়ির পুজোয় প্রতি বছরেরই চেনা ছবি এটা। এবারও সেখানে কোনও অন্যথা হয়নি। ষষ্ঠীতে দেবীর বোধন থেকেই মুখার্জি বাড়ির পুজোয় দেখা মিলেছে কাজলের। ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। আজও সকাল থেকেই ছেলেকে সঙ্গে নিয়ে মুখার্জি বাড়ির পুজোয় পৌঁছে গিয়েছেন কাজল।