
নয়া দিল্লি: দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করল বিজেপি। মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা। বুধবার সন্ধ্যায় সেই নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে। তিনি হবেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক সময়ে দেশের আর কোনও বিজেপি শাসিত রাজ্য়ে মহিলা মুখ্যমন্ত্রী নেই। রেখাই হবেন আপাতত বিজেপির একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী।
রেখা গুপ্তার নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল সরকার গঠনের আবেদন নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। বুধবার রাত ৮টা ৫০-এ লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করবে বিজেপির পরিষদীয় দল। রেখা গুপ্তার নেতৃত্বে যাবে সেই দল।
নাম ঘোষণার পরই দলকে ধন্যবাদ জানিয়েছেন রেখা গুপ্তা। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, আমার ওপর আস্থা রাখার জন্য দলের শীর্ষনেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই। দিল্লির উন্নয়নের জন্য সব কাজ করতে আমি প্রস্তুত।
বিজেপির তরফে আরও জানানো হয়েছে, দিল্লি বিধানসভার স্পিকার হচ্ছেন রোহিনী বিধানসভার বিধায়ক বিজেন্দর গুপ্তা। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরভেশ ভার্মা।
দিল্লির বিধানসভা নির্বাচনে শালিমার বাগ কেন্দ্র থেকে ২৯,৫৯৫ ভোটে জিতেছিলেন রেখা। আপের বন্দনা কুমারীকে হারিয়ে ছিলেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রেখা গুপ্তা।