Cohabitation: লিভ-ইন সম্পর্কে সন্তান হলে স্ত্রীর মর্যাদা পাবেন মহিলা? বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

Bombay High Court: যুবতীর অভিযোগ, কন্যাসন্তানের জন্মের পর তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন ওই ব্যক্তি। এরপর ২০২২ সালে অন্য এক মহিলাকে বিয়ে করেন। তখন ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন। ওই যুবতী ও তাঁর কন্যাসন্তানের দেখভালের জন্য খরচ দিতে নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশ খারিজের আবেদন জানিয়েই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

Cohabitation: লিভ-ইন সম্পর্কে সন্তান হলে স্ত্রীর মর্যাদা পাবেন মহিলা? বড় পর্যবেক্ষণ হাইকোর্টের
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

Jan 24, 2026 | 7:53 PM

মুম্বই: কয়েকদিন আগেই লিভ-ইন সম্পর্ক নিয়ে বড় পর্যবেক্ষণ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। যেসব মহিলা লিভ-ইন সম্পর্কে জড়াচ্ছেন, তাঁদের আইনি অধিকার রক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছিল। সেজন্য লিভ-ইন সম্পর্ককে গন্ধর্ব বিবাহের মতো স্বীকৃত দেওয়া দরকার বলে মন্তব্য করেছিলেন বিচারপতি। এবার সহবাস নিয়ে বড় পক্ষবেক্ষণ বম্বে হাইকোর্টের। সহবাসের জেরে সন্তান হলে সেই সহবাসকে বিয়ের মতো বন্ধন বলে মানা উচিত বলে জানাল হাইকোর্ট।

পারিবারিক হিংসা আইনে মহিলাদের সুরক্ষার প্রসঙ্গ তুলে একটি মামলার পরিপ্রেক্ষিতে বম্বে হাইকোর্ট এই কথা বলে। এক ব্যক্তির আবেদন খারিজ করে দেন বিচারপতি। ওই ব্যক্তি এক যুবতীর সঙ্গে সহবাস করতেন। যুবতীর বক্তব্য, সহবাসের জেরে তিনি একবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন ওই ব্যক্তির জোরাজুরিতে তিনি গর্ভপাত করান। তাঁরা ফের সহবাস শুরু করেন। তার জেরে ফের গর্ভবতী হয়ে পড়েন ওই যুবতী। এবার এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

যুবতীর অভিযোগ, কন্যাসন্তানের জন্মের পর তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন ওই ব্যক্তি। এরপর ২০২২ সালে অন্য এক মহিলাকে বিয়ে করেন। তখন ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন। ওই যুবতী ও তাঁর কন্যাসন্তানের দেখভালের জন্য খরচ দিতে নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশ খারিজের আবেদন জানিয়েই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

বম্বে হাইকোর্ট ব্যক্তির আবেদন খারিজ করে দিয়ে জানায়, বিয়ের মতো সম্পর্কে ছিলেন ওই ব্যক্তি ও যুবতী। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। সন্তানের জন্ম হয়েছে। পারিবারিক হিংসা আইনে মহিলাদের সুরক্ষার কথা জানায় হাইকোর্ট।

এর আগে মাদ্রাজ হাইকোর্ট বলেছিল, লিভ ইন সম্পর্কে যাঁরা জড়িয়ে পড়ছেন, সেই সব মহিলাদের সুরক্ষা দেওয়া দরকার। সেজন্য লিভ-ইন সম্পর্ককে গন্ধর্ব বিবাহের (লাভ ম্যারেজ) মতো স্বীকৃত দেওয়া দরকার। ফলে যেসব মহিলা লিভ-ইন সম্পর্কে থাকবেন, গন্ধর্ব বিবাহ মতে তাঁরা স্ত্রীর মর্যাদা পাবেন। প্রসঙ্গত, গন্ধর্ব বিবাহ মূলত বর ও কনের পারস্পরিক প্রেম ও সম্মতির ভিত্তিতে সম্পন্ন হয়। এখানে কোনও আচার-অনুষ্ঠান কিংবা অভিভাবকের অনুমোদন লাগে না।