AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Republic Day: কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, সরাসরি দেখুন টিভি৯ বাংলায়

Republic Day Parade 2026: ২৬ জানুয়ারি ভারত তার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। দিল্লির কর্তব্য পথে একটি বিশাল কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। যেখানে দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা হবে। আপনি যদি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারেন, তাহলে নিরুৎসাহিত হবেন না। আপনি TV9 বাংলার ইউটিউব চ্যানেল এবং লাইভ টিভিতে বাড়ি থেকে এই ঐতিহাসিক কুচকাওয়াজ সরাসরি দেখতে পারেন।

Republic Day: কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, সরাসরি দেখুন টিভি৯ বাংলায়
কর্তব্য পথে কুচকাওয়াজ দেখুন সরাসরিImage Credit: Meta AI
| Updated on: Jan 23, 2026 | 2:34 PM
Share

নয়াদিল্লি: ২৬ জানুয়ারি ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে তা উৎসাহের সঙ্গে পালিত হবে। বরাবরের মতো, প্রজাতন্ত্র দিবসে রাজধানী নয়াদিল্লির কর্তব্য পথে একটি জমকালো কুচকাওয়াজের আয়োজন করা হবে। ২৬ জানুয়ারি এই কুচকাওয়াজ সকলের কাছে একটি প্রধান আকর্ষণ হিসেবে রয়ে গিয়েছে। নয়াদিল্লিতে কর্তব্য পথে জমকালো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য দেশজুড়ে আগ্রহ থাকে। অধীর আগ্রহে অপেক্ষা করেন দেশবাসী।

২৬ জানুয়ারি নিচের লিঙ্কে ক্লিক করে দেখতে পাবেন কুচকাওয়াজ-

এই ঐতিহাসিক অনুষ্ঠানে ভারতের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রযুক্তিগত অগ্রগতি এবং দেশপ্রেমের চেতনা প্রদর্শন করা হয়। যদি আপনি, যেকোনও কারণে সরাসরি কুচকাওয়াজ উপভোগ করতে না পারেন, তাহলে হতাশ হবেন না। ২৬ জানুয়ারি (শনিবার) সকাল ৯ টা থেকে টিভি৯ বাংলার মাধ্যমে আপনি কুচকাওয়াজের প্রতিটি ট্যাবলো সরাসরি দেখতে পারবেন।

২৬ জানুয়ারি সকালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না। আপনার সুবিধার্থে, আমরা এই সংবাদে TV9 বাংলার ইউটিউব লিঙ্কটি এম্বেড করছি, যাতে আপনি ২৬ জানুয়ারি কুচকাওয়াজ শুরু হওয়ার পরে সহজেই লাইভ স্ট্রিমিং দেখতে পারেন। ইউটিউব ছাড়াও, আমরা আপনার সুবিধার্থে TV9 বাংলার লাইভ টিভির লিঙ্কও দিচ্ছি, যাতে আপনি যেকোনও মাধ্যমে ঘরে বসে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ উপভোগ করতে পারেন।

টিভি৯ বাংলার লাইভ টিভির লিঙ্কে ক্লিক করেও কুচকাওয়াজ দেখতে পাবেন-

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সশস্ত্র বাহিনী (সেনা, নৌবাহিনী এবং বিমানবাহিনী) একটি চিত্তাকর্ষক মার্চ পাস্ট প্রদর্শন করবে। কুচকাওয়াজ চলাকালীন, আপনি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলোও দেখতে পাবেন। এই ট্যাবলোগুলি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহ্যবাহী শিল্পকলা এবং উন্নয়নের সাফল্য প্রদর্শন করবে, যা দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঝলক তুলে ধরবে।

স্কুলের শিশুরা, এনসিসি ক্যাডেট, লোকশিল্পী এবং সাংস্কৃতিক শিল্পীরাও কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন, যা প্রজাতন্ত্র দিবস উদযাপনে শক্তি এবং উৎসবমুখরতা যোগ করবে। দেশ ও বিদেশের গণ্যমান্য ব্যক্তিত্ব এবং বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভারতের ক্রমবর্ধমান বিশ্ব অবস্থান প্রতিফলিত হবে।