‘RJD on Nitish Kumar: ‘এবার কি ইতিহাস গড়বেন নীতীশ কুমার?’, ব্যাখ্যা চায় লালুর দল

Jan 27, 2024 | 6:05 AM

RJD on Nitish Kumar: আরজেডি-র দাবি, জল্পনা শেষ করে নীতীশ কুমার স্পষ্টভাবে জানিয়ে দিন তিনি এনডিএ-তে ফিরছেন কি না। তাঁর কথায়, মহাগঠবন্ধন তৈরি করে বিজেপি-কে হারানোই ছিল উদ্দেশ্য। কিন্তু এভাবে ধোঁয়াশা তৈরি করলে বিহারের মানুষের ওপর প্রভাব পড়তে পারে। আর মুখ্যমন্ত্রীই পারেন এই ধোঁয়াশা কাটাতে।

RJD on Nitish Kumar: এবার কি ইতিহাস গড়বেন নীতীশ কুমার?, ব্যাখ্যা চায় লালুর দল
নীতিশ কুমারের কাছে ব্যাখ্যা চায় আরজেডি
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

পাটনা: শুক্রবার দিনভর রাজনীতে ফের চর্চায় উঠে এসেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রবিবারের মধ্যেই বিজেপিকে সঙ্গে নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করবেন নীতীশ? সেদিকেই সবাই নজর রেখেছে। মহাগঠবন্ধন ভেঙে আবার কি এনডিএ শিবিরে ভিড়ছেন নীতীশ? চূড়ান্ত সিদ্ধান্ত কি নিয়েই ফেলেছেন? নাকি নেহাতই জল্পনা? এই প্রশ্নের উত্তর নেই মহাগঠবন্ধন-এর অন্যতম বড় শরিক লালু প্রসাদ যাদবের দল আরজেডি। শিবির বদলের হ্য়াটট্রিক অনেক আগেই করে ফেলেছেন নীতীশ। এবার শিবির বদল করলে পঞ্চমবারের রেকর্ড গড়বেন তিনি। এভাবে কি ইতিহাস তৈরি করতে চাইছেন? জল্পনার মাঝে এমনই প্রশ্ন তুলল আরজেডি।

শোনা যাচ্ছে রবিবারের মধ্যেই বিহারে তৈরি হতে পারে নতুন মন্ত্রিসভা। তার আগে আরজেডি ভাইস প্রেসিডেন্ট শিবানন্দ তিওয়ারি জানিয়েছেন, তাঁরা নীতীশকে প্রশ্ন করেও কোনও উত্তর পাচ্ছেন না। তিনি আরও জানিয়েছেন, নীতীশের সঙ্গে দেখা করার সময় চেয়েও ফিরতে হয়েছে আরজেডি-কে। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম নীতীশ কুমার আর এমন ভুল করবেন না। কিন্তু এখন সবটাই জলের মতো পরিষ্কার। আমাদের প্রশ্ন হল, আর কতবার এনডিএ-তে যাবেন উনি? এবার কি ইতিহাস গড়বেন নীতীশ?’

আরজেডি-র দাবি, জল্পনা শেষ করে নীতীশ কুমার স্পষ্টভাবে জানিয়ে দিন তিনি এনডিএ-তে ফিরছেন কি না। তাঁর কথায়, মহাগঠবন্ধন তৈরি করে বিজেপি-কে হারানোই ছিল উদ্দেশ্য। কিন্তু এভাবে ধোঁয়াশা তৈরি করলে বিহারের মানুষের ওপর প্রভাব পড়তে পারে। আর মুখ্যমন্ত্রীই পারেন এই ধোঁয়াশা কাটাতে। উল্লেখ্য, ২০১৭ সালে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছিলেন নীতীশ। এরপর ২০২২-এর অগস্টে বিজেপি-বিরোধী শিবিরে ফেরেন তিনি। সম্প্রতি বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটেও ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে। আর লোকসভা ভোটের মুখেই শুরু এই জল্পনা।

কেউ কেউ বলছেন, আগামী ৪ ফেব্রুয়ারি বিহারের প্রধানমন্ত্রী মোদীর যে প্রচার সভা রয়েছে, সেখানেই দেখা যেতে পারে নীতীশ কুমারকে। সেখান থেকেই হয়তো ফের শিবির বদলের ঘোষণাও করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী।

Next Article