Punjab Grenade Attack: ‘পঞ্জাবে হামলায় ব্যবহৃত আরপিজি পাকিস্তান থেকে পাচার করা’, দাবি পুলিশের

Punjab Grenade Attack: পঞ্জাবে হামলায় ব্যবহৃত আরপিজি পাকিস্তান থেকে পাচার করা হয়েছে বলে এদিন জানিয়েছে পঞ্জাব পুলিশ। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Punjab Grenade Attack: 'পঞ্জাবে হামলায় ব্যবহৃত আরপিজি পাকিস্তান থেকে পাচার করা', দাবি পুলিশের
ছবি সৌজন্যে: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 9:18 PM

চণ্ডীগঢ়: গত শুক্রবার রাতে পঞ্জাবের (Punjab) তরন তারন জেলায় পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছিল। আর এই ঘটনার তিনদিন পর সোমবার পঞ্জাব পুলিশ দাবি করেছে, যে রকেটের মাধ্যমে গ্রেনেড হামলা করা হয়েছিল তা পাকিস্তান থেকে আনা হয়েছে। এই গ্রেনেড হামলার পিছনে যারা ছিল তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পঞ্জাব পুলিশ।

গত শুক্রবার পঞ্জাবের সারহালি পুলিশ স্টেশনে গ্রেনেড হামলা চালানো হয়। এই ঘটনার কোনও হতাহতের খবর পাওয়া যায়নি যদিও। তবে জানালা ও বিল্ডিংয়ের একদিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার তদন্ত করছে পঞ্জাব পুলিশ। বিস্ফোরণের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)-র আধিকারিকরা শনিবার বিকেলে তরন তারনের সরহালি কলন পুলিশ স্টেশনে পৌঁছন। এই ঘটনায় সন্ত্রাসবাদের যোগ রয়েছে বলে সন্দেহ করা পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর আজ পুলিশের ইনস্পেক্টর জেনারেল সুখচেইন সিং গিল বলেছেন, ‘তরন তারনে হামলার তদন্তে নেমে আমরা জানতে পেরেছি পাকিস্তান থেকে পাচার করা হয়েছিল ওই আরপিজি। এই ঘটনার তদন্ত এখনও চলছে। যারা সারহালি পুলিশ স্টেশনে এই হামলা চালিয়েছিল তাদের শনাক্ত করা হয়েছে।’ গিল আরও বলেন, ‘এই ঘটনার সম্পূর্ণ তদন্ত শেষ হলে সব পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রকাশ করা হবে। আমি দৃঢ় সঙ্কল্পের সঙ্গে এ কথা বলছি। আমাদের তদন্ত প্রায় শেষের পথে। খুব শীঘ্রই আমরা এই তথ্য প্রকাশ করব।’

শুক্রবার গভীর রাতে পঞ্জাবের তরন তারন পুলিশ সানঝা কেন্দ্রে একটি নিম্নমানের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশের মতে সেটা আরপিজি হামলা ছিল। জানা গিয়েছে, বেআইনি কার্যকলাপ বিরোধী আইনে (Unlawful Activities Prevention Act) একটি মামলাও দায়ের হয়েছে এই ঘটনায়। এই ঘটনার পরই সরহালি কলন পুলিশ স্টেশন থেকে স্টেশন হাউস অফিসার পারকাশ সিংকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় এই পদে সুখবীর সিংকে বসানো হয়েছে।