RSS: বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলায় উদ্বিগ্ন RSS, কেন্দ্রকে পদক্ষেপের আর্জি
RSS: বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন আরএসএস। গতকাল থেকে বেঙ্গালুরুতে অখিল ভারতীয় প্রতিনিধি সভার তিনদিনের সম্মেলন শুরু হয়েছে। শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আরএসএস নেতারা।

বেঙ্গালুরু: বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন। তাঁদের বাড়ি, দোকানে হামলা চালানো হচ্ছে। এই নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। এবার বেঙ্গালুরুতে আরএসএসের অখিল ভারতীয় প্রতিনিধি সভার তিনদিনের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। একইসঙ্গে ভারতের পড়শি দেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনকে গুরুতর মানবাধিক লঙ্ঘন বলেও উদ্বেগ প্রকাশ করলেন আরএসএস নেতারা।
গত বছরের অগস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর সেখানে মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। অভিযোগ ওঠে, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্য়ালঘুদের উপর হামলা হচ্ছে। পদ্মাপারের দেশে হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতও। সেদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে কড়া বার্তা দেয়। তারপরও ইউনূস প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে।
বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন আরএসএস। গতকাল থেকে বেঙ্গালুরুতে অখিল ভারতীয় প্রতিনিধি সভার তিনদিনের সম্মেলন শুরু হয়েছে। শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আরএসএস নেতারা। এদিন একটি প্রস্তাবও পেশ করা হয়। আরএসএসের প্রচারক অরুণ কুমার বলেন, “হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর এই পরিকল্পিত হিংসা, অন্যায় এবং নিপীড়ন নিয়ে উদ্বিগ্ন অখিল ভারতীয় প্রতিনিধি সভা।”
এই খবরটিও পড়ুন




বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই হিংসা রোধে কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ। বরং হিংসায় প্রচ্ছন্ন মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে আরএসএসের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা ‘অখিল ভারতীয় প্রতিনিধি সভা’-র বক্তব্য, এতে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশের সম্পর্কের অবনতি হতে পারে। বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকম পদক্ষেপের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানাল অখিল ভারতীয় প্রতিনিধি সভা। রাষ্ট্রসঙ্ঘ-সহ আন্তর্জাতিক সংস্থাগুলিকে এই নিয়ে পদক্ষেপের আর্জি জানাল তারা।





