নয়া দিল্লি: করোনা আক্রান্ত হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। সূত্রের খবর, শুক্রবার সঙ্ঘ প্রধানকে নাগপুরের কিংগসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
राष्ट्रीय स्वयंसेवक संघ के परमपूजनीय सरसंघचालक डॉ. मोहनजी भागवत आज दोपहर कोरोना पॉज़ीटिव हुये है। अभी उन्हें कोरोना के सामान्य लक्षण हैं तथा वे सामान्य जाँच और सावधानी के नाते नागपुर के किंग्ज़वे अस्पताल में भर्ती हुए हैं।
— RSS (@RSSorg) April 9, 2021
জানা গিয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। আরএসএসের এক নেতা মোহন ভাগবতের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন। গত ৭ মার্চ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন সঙ্ঘ প্রধান। সঙ্ঘের টুইটার হ্যান্ডেল থেকেও এই খবর জানানো হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। চলতি সপ্তাহেই দৈনিক আক্রান্তের সংখ্যা লাখের গণ্ডি পার করছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় জারি হয়েছে নৈশ কার্ফু। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৭,৪৩৭ জন। দেশজুড়ে শুক্রবার আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭৮০ জনের।
আরও পড়ুন: ত্রিপুরাতেও বাড়ছে করোনা সংক্রমণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে। এই কারণে মুম্বইয়ের বেশ কিছু ভ্যাকসিনেশন সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর কিছু জায়গায় শুরু হয়েছে নৈশ কার্ফু। এদিকে শুক্রবার পর্যন্ত সব মিলিয়ে ৯ কোটি ৭৮ লক্ষ ৭১ হাজার ৪৫ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।