Jai Ram Slogan: মুসলিমদেরও ‘জয় রাম’ স্লোগান দেওয়ার আবেদন আরএসএস নেতার
RSS Leader: আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের মতে, অযোধ্যায় রাম মন্দিরে রামের বিগ্রহ প্রতিস্থাপনা আদতে শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের সম্মিলিত অভিব্যক্তির একটি উপলক্ষ। তিনি ইসলাম, খ্রিস্টান, শিখ-সহ অন্যান্য সকল ধর্মাবলম্বীদের 'জয় রাম' স্লোগান দেওয়ার বার্তা দেন তিনি। এছাড়া মন্দিরের পাশাপাশি ইমাদত গাহ থেকে গির্জা, গুরুদ্বার-সহ সমস্ত প্রার্থনা স্থান ২২ জানুয়ারি বেলা ১১ টা থেকে দুপুর ২টো পর্যন্ত সুন্দর করে সাজানোর আবেদনও জানিয়েছেন।
অযোধ্যা: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই মুহূর্তে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও শিখ, মুসলিম, খ্রিস্টান-সহ সকলকে ‘শ্রী রাম’, ‘জয় রাম’, ‘জয় জয় রাম’ স্লোগান দেওয়ার আবেদন জানালেন আরএসএস-এর জাতীয় স্তরের কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার। মসজিদ, দরগা, মাদ্রাসাতেও এই স্লোগান দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
সকল ধর্মের মানুষকে রামের বিগ্রহ প্রতিষ্ঠার সময় জয় রাম, জয় জয় রাম স্লোগান দেওয়ার বার্তা দিয়েছেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। তিনি জানান, মুসলিম ও অ-হিন্দু মিলিয়ে ভারতে বসবাসকারী প্রায় ৯৯ শতাংশ দেশেরই অংশ। ধর্ম, বিশ্বাস, সংস্কৃতিরও ঊর্ধ্বে সকলে ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই শান্তি, সৌভ্রাতৃত্ব বজায় রাখতে রাম মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার সময় সকলকে জয় রাম স্লোগান দেওয়ার বার্তা দেন আরএসএস নেতা।
ইন্দ্রেশ কুমারের মতে, অযোধ্যায় রাম মন্দিরে রামের বিগ্রহ প্রতিস্থাপনা আদতে শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের সম্মিলিত অভিব্যক্তির একটি উপলক্ষ। একথা মাথায় রেখেই ইসলাম, খ্রিস্টান, শিখ-সহ অন্যান্য সকল ধর্মাবলম্বীদের ‘জয় রাম’ স্লোগান দেওয়ার বার্তা দেন তিনি। দরগা, মসজিদ, মাদ্রাসায় ১১ বার এই স্লোগান দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এছাড়া মন্দিরের পাশাপাশি ইমাদত গাহ থেকে গির্জা, গুরুদ্বার-সহ সমস্ত প্রার্থনা স্থান ২২ জানুয়ারি বেলা ১১ টা থেকে দুপুর ২টো পর্যন্ত সুন্দর করে সাজানোর আবেদনও জানিয়েছেন।
এদিকে, অযোধ্যায় রামের বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে। ইতিমধ্যে শনিবার প্রধানমন্ত্রী মোদী অযোধ্যা সফরে গিয়ে বিমানবন্দর, রেলস্টেশনের উদ্বোধনের পাশাপাশি অনেক প্রকল্পের সূচনা করেছেন।