RSS Meeting News: বাংলা থেকে বাংলাদেশ! অনুপ্রবেশ ইস্যুতে ‘ঘুঁটি’ সাজাচ্ছে RSS

RSS Meeting in Jodhpur: বৈঠকে সঙ্ঘের প্রচার প্রমুখ সুনীল অম্বেরকরকে বলতে শোনা যায়, "বাংলা নিয়েও অনেকে উদ্বেগ প্রকাশ করছেন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রভাব বাংলাতেও পড়েছে। একদিকে যেমন অনুপ্রবেশ বেড়েছে, তেমনই বেড়েছে অনুপ্রবেশকারীদের তাণ্ডব।

RSS Meeting News: বাংলা থেকে বাংলাদেশ! অনুপ্রবেশ ইস্যুতে ঘুঁটি সাজাচ্ছে RSS
মোহন ভগবত (ফাইল ছবি)Image Credit source: PTI

|

Sep 07, 2025 | 3:42 PM

নয়াদিল্লি: সঙ্ঘের যোধপুরের বৈঠকেও আলোচনার কেন্দ্রবিন্দু বাংলা। রাজ্যের ‘ডেমোগ্রাফি’ নিয়ে উদ্বেগ প্রকাশ সঙ্ঘ পরিবারের। শুক্রবার থেকে রাজস্থানের যোধপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈঠক। তাতে যেমন একাধারে যোগ দিয়েছেন সঙ্ঘ পরিবারের শীর্ষ প্রচারকরা। তেমনই যোগ দিতে দেখা গিয়েছে বিজেপির শীর্ষ স্থানীয় নেতাদেরও। রবিবার বৈঠকের শেষ দিন। আর তার আগে সঙ্ঘ পরিবার তাদের আলোচনায় ছুঁয়ে গেল বাংলার অনুপ্রবেশ সমস্যা।

বৈঠকে সঙ্ঘের প্রচার প্রমুখ সুনীল অম্বেরকরকে বলতে শোনা যায়, “বাংলা নিয়েও অনেকে উদ্বেগ প্রকাশ করছেন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রভাব এপার বাংলাতেও পড়েছে। একদিকে যেমন অনুপ্রবেশ বেড়েছে, তেমনই বেড়েছে অনুপ্রবেশকারীদের তাণ্ডব। এই সমস্যার এখনই নিষ্পত্তি প্রয়োজন। এদের কারণে হিন্দুদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। আইনশৃঙ্খলাও বিঘ্নিত হচ্ছে।”

দিন কয়েক আগে লালকেল্লা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সরব হয়েছিলেন ‘ডেমোগ্রাফি বদল’ নিয়েও। এবার সেই একই ইস্যু সঙ্ঘের মুখেও। সামনেই বাংলায় নির্বাচন। তার আগে সঙ্ঘ পরিবার এবং বিজেপি বাংলার এই ইস্যুকেই আঁধার করতে চলেছে বলেই অনুমান একাংশের।

বাংলার পাশাপাশি SIR ইস্যুতেও বৈঠকে চলে আলোচনা। দেশজুড়ে ভোটার তালিকার বিশেষনিবিড় পরিমার্জন করানোর দাবিতে সওয়াল করেন সঙ্ঘ পরিবারসঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল অম্বেকর বলেন, “নির্বাচন গণতন্ত্রের মেরুদণ্ড এবং SIR-এর মতো প্রক্রিয়া সেটিকেই আরও মজবুত করবে।” পাশাপাশি, ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে পরিমার্জন যে প্রয়োজন, সেই দাবিই করেছেন তিনি।