
নয়া দিল্লি: বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির কাজ পুরোদমে চলছে। তিনটি সংস্থা এই বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির বরাত পেয়েছে- BEML, Kinet Railway Solutions (রাশিয়ান রোলিং স্টক মেজর TMH এবং রেল বিকাশ নিগম লিমিটেড – RVNL-এর একটি যৌথ উদ্যোগ), টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড এবং ভারত হেভি ইঞ্জিনিয়ারিং লিমিটেড (BHEL)-এর একটি কনসোর্টিয়াম।
১২০টি বন্দে ভারত স্লিপার ট্রেন সেট তৈরি করা হচ্ছে। ২০২৬ সালের জুন মাসে প্রথম প্রোটোটাইপ উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। RVNL-এর কর্ণধার এমপি সিং বলেন, “সমস্ত বাধা দূর হয়েছে ইতিমধ্যেই। এখন এটি প্রাথমিক ডিজাইনের পর্যায়ে রয়েছে। ২০২৬-এর জুনের মধ্যে প্রথম প্রোটোটাইপ দেখতে পাব বলে আশা করছি।”
চুক্তির শর্ত অনুযায়ী, ট্রেন সেটের খরচের ৯০ শতাংশ প্রোটোটাইপ উৎপাদনের উপর দেওয়া হবে এবং এর সফল ট্রায়ালের পর ১০ শতাংশ রাজস্ব হিসেবেও ছেড়ে দেওয়া হবে। ট্রায়াল সফল হলে নিয়মিত উৎপাদন শুরু হবে বন্দে ভারত স্লিপার ট্রেনের।
জানা যাচ্ছে, আরভিএনএল ২০৩২ সালের মধ্যে ১২০টি সম্পূর্ণ ট্রেনসেট তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই প্রসঙ্গে আরভিএনএল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ গৌর বলেন, “২০৩২ সালের মধ্যে ১২০টি ট্রেন সেট তৈরি শেষ করা হবে।”