Rajnath Singh: ‘সবার বস মেনে নিতে পারছে না, ভারতকে সুপার পাওয়ার হতে আটকাতে পারবে না’, ট্রাম্পকে বুঝিয়ে দিলেন রাজনাথ

Rajnath Singh: রাজনাথ বলেন, "ভারতের উন্নতি হজম করতে পারছে না কিছু লোক। তারা এটা ভালভাবে নিচ্ছে না। ভাবছে, সবার বস তো আমি, ভারত কীভাবে এত দ্রুত উন্নতি করছে? অন্য দেশে যখন ভারতের পণ্য রফতানি করা হচ্ছে, তখন সেখানে তা ব্যয়বহুল করার চেষ্টা চলছে।"

Rajnath Singh: সবার বস মেনে নিতে পারছে না, ভারতকে সুপার পাওয়ার হতে আটকাতে পারবে না, ট্রাম্পকে বুঝিয়ে দিলেন রাজনাথ
রাজনাথ সিংImage Credit source: PTI

Aug 10, 2025 | 4:58 PM

ভোপাল: রাশিয়া থেকে তেল কেনা কেন বন্ধ করেনি ভারত? এই নিয়ে গোঁসা হয়েছে মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপে ভারত যে চিন্তিত নয়, এবার তা বুঝিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের দ্রুত উন্নতিতে আন্তর্জাতিক শক্তিগুলি ঈর্ষান্বিত বলে মন্তব্য করলেন। ট্রাম্পকে খোঁচাও দিলেন রাজনাথ। মার্কিন প্রেসিডেন্টকে ‘সবকা বস’ বলে কটাক্ষ করে দৃঢ়কণ্ঠে রাজনাথ জানিয়ে দিলেন, “ভারতকে সুপার পাওয়ার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।”

রবিবার মধ্যপ্রদেশে এক অনুষ্ঠানে ট্রাম্পকে খোঁচা দিয়ে রাজনাথ বলেন, “ভারতের উন্নতি হজম করতে পারছে না কিছু লোক। তারা এটা ভালভাবে নিচ্ছে না। ভাবছে, সবার বস তো আমি, ভারত কীভাবে এত দ্রুত উন্নতি করছে? অন্য দেশে যখন ভারতের পণ্য রফতানি করা হচ্ছে, তখন সেখানে তা ব্যয়বহুল করার চেষ্টা চলছে।”

রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ না করায় আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়েছেন ট্রাম্প। এখন তা ৫০ শতাংশে পৌঁছে গিয়েছে। ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের দাম বাড়বে। রাজনাথ বলেন, ভারতীয় পণ্যকে অন্য দেশে দামি করে তা পরিত্যাগ করার চেষ্টা চলছে। এরপরই তিনি বলেন, “কিন্তু, যে গতিতে ভারত এগিয়ে চলেছে, আমি আপনাদের নিশ্চিত করছি, কোনও আন্তর্জাতিক শক্তি ভারতকে সুপার পাওয়ার হওয়া থেকে আটকাতে পারবে না।”

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব ভারতীয় সেনা যেভাবে দিয়েছে, তার প্রশংসা করে রাজনাথ বলেন, “আমাদের কেউ আঁচড় কাটলে আমরা তাদের ছেড়ে দেব না।” একইসঙ্গে তিনি বলেন, “ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি ২৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এটাই ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের শক্তিকে তুলে ধরছে। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার অঙ্গীকারের জন্যই এটা সম্ভব হয়েছে।”