Bangla News » India » Second phase of covid vaccination starting on 1 march how to get vaccine 2
১ মার্চ থেকে দ্বিতীয় দফার টিকাকরণ, আপনি কি পাবেন, পেলে কীভাবে?
sreejayee das |
Updated on: Feb 27, 2021 | 11:45 AM
করোনা যুদ্ধ, দীর্ঘ লকডাউন কাটিয়ে সবে সেরে উঠেছে দেশ। সংক্রমণ এখনও পুরোপুরি বিদায় না নিলেও নামতে শুরু করেছে করোনা (COVID) গ্রাফ। দেশে এখন দু’টি অনুমোদিত প্রতিষেধক। কোভিশিল্ড ও কোভ্যাকসিন দিয়ে জোর কদমে চলছে টিকাকরণ। করোনা টিকা পেয়েও গিয়েছেন ১ কোটি ২১ লক্ষ ৬৫ হাজার ৫৯৮ জন। দিন এসে গিয়েছে দ্বিতীয় দফার করোনা টিকাকরণের। এই দফায় […]
করোনা যুদ্ধ, দীর্ঘ লকডাউন কাটিয়ে সবে সেরে উঠেছে দেশ। সংক্রমণ এখনও পুরোপুরি বিদায় না নিলেও নামতে শুরু করেছে করোনা (COVID) গ্রাফ। দেশে এখন দু’টি অনুমোদিত প্রতিষেধক। কোভিশিল্ড ও কোভ্যাকসিন দিয়ে জোর কদমে চলছে টিকাকরণ। করোনা টিকা পেয়েও গিয়েছেন ১ কোটি ২১ লক্ষ ৬৫ হাজার ৫৯৮ জন। দিন এসে গিয়েছে দ্বিতীয় দফার করোনা টিকাকরণের। এই দফায় করোনা টিকা পাবেন চিকিৎসক, প্রথম সারির যোদ্ধা ছাড়াও আম আদমিরা। সেক্ষেত্রে আপনি কি টিকা পাবেন?