SPG Director: মোদীর নিরাপত্তার গুরুদায়িত্ব এবার এই দুঁদে IPS-এর হাতে

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Nov 18, 2023 | 2:41 PM

SPG Director Alok Sharma: স্পেশাল প্রটেকশন গ্রুপ বা এসপিজি হল ভারতের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ একটি এলিট ফোর্স। দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁদের পরিবারের নিরাপত্তার গুরু দায়িত্ব থাকে এসপিজি-র উপর। এবার সেই স্পেশাল প্রটেকশন গ্রুপের মাথায় বসানো হল পোড় খাওয়া, অভিজ্ঞ আইপিএস অলোক শর্মাকে।

SPG Director: মোদীর নিরাপত্তার গুরুদায়িত্ব এবার এই দুঁদে IPS-এর হাতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: দুঁদে আইপিএস অলোক শর্মাকে এবার স্পেশাল প্রটেকশন গ্রুপ (SPG)-র ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হল। স্পেশাল প্রটেকশন গ্রুপ বা এসপিজি হল ভারতের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ একটি এলিট ফোর্স। দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁদের পরিবারের নিরাপত্তার গুরু দায়িত্ব থাকে এসপিজি-র উপর। এবার সেই স্পেশাল প্রটেকশন গ্রুপের মাথায় বসানো হল পোড় খাওয়া, অভিজ্ঞ আইপিএস অলোক শর্মাকে। তিনি উত্তর প্রদেশ ক্যাডারের সিনিয়র আইপিএস অফিসার। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি অলোক শর্মাকে এসপিজির ডিরেক্টর পদে আনার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। গতকাল কর্মিবর্গ মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের বিষয়ে জানানো হয়েছে।

উত্তর প্রদেশের এই দুঁদে আইপিএস অফিসার এতদিন এসপিজির অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর আগে এসপিজির ডিরেক্টর হিসেবে ছিলেন অরুণ কুমার সিনহা। সেপ্টেম্বরের ৬ তারিখ গুরুগ্রামের এক হাসপাতালে তিনি প্রয়াত হন। ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এসপিজির দায়িত্ব সামলেছেন সিনহা। তিনিই ছিলেন ভারতের সবথেকে লম্বা সময় ধরে দায়িত্বে থাকা এসপিজি প্রধান। সেপ্টেম্বর মাসে এসপিজি ডিরেক্টর অরুণ কুমার সিনহা প্রয়াত হওয়ার পর থেকে অলোক শর্মাই স্পেশাল প্রটেকশন গ্রুপের দেখভাল করছিলেন। এবার তাঁকে আনুষ্ঠানিকভাবে এসপিজির ডিরেক্টর পদে আনার সিদ্ধান্তে সিলমোহর দিল কেন্দ্র।

তবে গতকাল কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রক থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে অলোক শর্মার এসপিজি প্রধান পদে কার্যকালের মেয়াদের বিষয়ে কিছু উল্লেখ নেই। বলা হয়েছে, পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। উল্লেখ্য, ভারতের স্পেশাল প্রোটেকশন ফোর্সের এখন মোট প্রায় তিন হাজার দক্ষ ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিক রয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে তাঁর দফতর, সব জায়গাতেই নিরাপত্তার দায়িত্বে থাকেন এই বিশেষ ফোর্সের অফিসাররা। ভারতে তো বটেই, ভারতের বাইরেও প্রধানমন্ত্রীর সফরকালে নিরাপত্তার গুরু দায়িত্ব থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপের কাঁধে।

Next Article