
নয়াদিল্লি: ইয়েমেন নয়াদিল্লিকে স্বীকৃতি দেয় না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিমিশা মামলায় ঠিক এই কথাটাই বলেছিলেন কেন্দ্রের প্রতিনিধি আর ভেঙ্কটরামানি। তাই ওয়াকিবহাল মহল বলছে, ইয়েমেনের সঙ্গে যোগাযোগ করে লাভ নেই। নিমিশার মৃত্যুদণ্ড রুখে দিতে গেলে যোগাযোগ করতে হবে তার বন্ধু দেশেদের সঙ্গে।
ভারত তেমনটাই করছে। বৃহস্পতিবার নয়াদিল্লির সাউথ ব্লক জানিয়েছে, ইয়েমেনের নাগরিক খুনে সেদেশে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া নিমিশা প্রিয়ার ঘটনা অত্যন্ত সংবেদনশীল। ভারত তাদের বন্ধু দেশেদের সঙ্গে যোগাযোগ রেখেছে।
এদিন সাপ্তাহিক প্রেস বিবৃতিতেই বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, কেন্দ্র নিমিশা প্রিয়াকে সমস্ত আইনি ভাবে সহযোগিতা প্রদান করেছে। এমনকি, তার পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছে। জয়সওয়ালের কথায়, ‘এটা অত্যন্ত সংবেদনশীল ঘটনা। ইতিমধ্য়ে নিমিশাকে সাহায্য করতে সকল উপায়ে এগিয়ে গিয়েছে কেন্দ্র। এমনকি, তার জন্য আইনজীবী নিয়োগ পর্যন্ত করা হয়েছে। আমরা যেনতেন ভাবে তাকে উদ্ধারের চেষ্টা করছি।’
উল্লেখ্য, আপাতত ভাবে নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত করা হলেও তিনি যে একেবারেই বেঁচে গিয়েছেন এমনটা নয়। নিমিশার আইনজীবী সুভাষ চন্দ্রন জানিয়েছেন, ভারতের ‘গ্র্যান্ড মুফতি’র মধ্যস্থতায় দুই পক্ষের পরিবারের মধ্য়ে আলোচনা হয়েছে ঠিকই। নিহতের পরিবার নিমিশাকে ক্ষমা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এমনকি, ব্লাডমানি বা রক্তের দাম পর্যন্ত নিতে অস্বীকার করে দিয়েছে নিহতের পরিবার। এই পরিস্থিতিতে বাঁচার আশা পেয়েও যেন নিমিশার চোখের সামনে ফের নেমে এল অন্ধকার।