নয়াদিল্লি: মহাকুম্ভে যাওয়ার জন্য ভিড়। স্টেশনে তিল ধারণের জায়গা নেই। আর সেই ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। দমবন্ধকর পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন ১৫ জন যাত্রী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি রেলস্টেশনে।
জানা গিয়েছে, নয়াদিল্লি থেকে প্রয়াগরাজ যাওয়ার দুটি ট্রেন আসতে দেরি করে। অনেকে আবার দাবি করে, দুটি ট্রেন বাতিল করা হয়েছে। ফলে স্টেশনে ভিড় উপচে পড়ে। ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে তিল ধারণের জায়গা ছিল না। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। দমবন্ধকর পরিস্থিতিতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে আসে দমকলের চারটি ইঞ্জিন।
রাত ৯টা ৫৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। অতিরিক্ত ভিড়ে অসুস্থ হয়ে কেউ কেউ অজ্ঞানও হয়ে যান। এক বিবৃতিতে রেলমন্ত্রক জানিয়েছে, “রেলওয়ে পুলিশ ও দিল্লি পুলিশ নয়াদিল্লি রেলস্টেশনে পৌঁছেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে রেলমন্ত্রী টুইট করেছেন। রেলের তরফে আরও জানানো হয়েছে, পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে গুজব ছড়িয়েছে। কোনওরকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে রেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি বিশেষ ট্রেন চালানো হচ্ছে।
নয়াদিল্লি: মহাকুম্ভে যাওয়ার জন্য ভিড়। স্টেশনে তিল ধারণের জায়গা নেই। আর সেই ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। দমবন্ধকর পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন ১৫ জন যাত্রী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি রেলস্টেশনে।
জানা গিয়েছে, নয়াদিল্লি থেকে প্রয়াগরাজ যাওয়ার দুটি ট্রেন আসতে দেরি করে। অনেকে আবার দাবি করে, দুটি ট্রেন বাতিল করা হয়েছে। ফলে স্টেশনে ভিড় উপচে পড়ে। ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে তিল ধারণের জায়গা ছিল না। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। দমবন্ধকর পরিস্থিতিতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে আসে দমকলের চারটি ইঞ্জিন।
রাত ৯টা ৫৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। অতিরিক্ত ভিড়ে অসুস্থ হয়ে কেউ কেউ অজ্ঞানও হয়ে যান। এক বিবৃতিতে রেলমন্ত্রক জানিয়েছে, “রেলওয়ে পুলিশ ও দিল্লি পুলিশ নয়াদিল্লি রেলস্টেশনে পৌঁছেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে রেলমন্ত্রী টুইট করেছেন। রেলের তরফে আরও জানানো হয়েছে, পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে গুজব ছড়িয়েছে। কোনওরকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে রেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি বিশেষ ট্রেন চালানো হচ্ছে।