
নয়াদিল্লি: এগিয়ে বাংলা, তারপরেই রয়েছে কেরল। ভোটমুখী আবহে এই দুই রাজ্য়কে ভরিয়ে দিয়েছে কেন্দ্র, মত একাংশের। রবিবার সন্ধ্যায় পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তা নিয়ে রাজনৈতিক বিতর্ক কিছু নেই, তবে শুরু হয়েছে গুঞ্জন। এই যেমন খোদ বাংলা থেকেই পদ্ম সম্মান পেয়েছেন ১১ জন। কেরল থেকে পেয়েছেন আট জন। চলতি বছর এই দুই রাজ্য বিজেপির কাছে বড় চ্য়ালেঞ্জ।
প্রকাশিত পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় রয়েছে একাধিক রাজনৈতিক মুখ। রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীরাও। এদিন কেন্দ্রের তরফে পদ্ম সম্মানের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে পদ্ম ভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন ১৩ জন। যাদের মধ্য়েই একজন আবার প্রয়াত শিবু সোরেন। ঝাড়খণ্ডের পিছিয়ে পড়া মানুষের কাছে ‘গুরুজি’ বা ‘দিশম গুরু’। সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও।
শুধুই শিবু সোরেন নয়, পদ্ম সম্মান পেয়েছেন কেরলের প্রয়াত মুখ্যমন্ত্রী ভি এস অচ্য়ুতানন্দন। সাধারণ ভাবে সিপিআই(এম) বা বামপন্থীরা রাষ্ট্রের দেওয়া কোনও সম্মান বা পুরস্কার নেন না। অতীতে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরাও ফিরিয়ে দিয়েছিলেন ভারতরত্ন, পদ্মবিভূষণ সম্মান। এবার সেই পদ্ম সম্মানের তালিকায় নাম প্রয়াত অচ্য়ুতানন্দনের। পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন কেরলের প্রাক্তন বামপন্থী মুখ্যমন্ত্রী।
অচ্য়ুতানন্দনের এই রাষ্ট্রীয় প্রাপ্তি নিয়ে মুখ খুলতে চান কেরলের মুখ্য়মন্ত্রী পিনরাই বিজয়ন। দলের তরফে শুধু জানানো হয়েছে, কেরলের সরকার প্রাক্তন মুখ্য়মন্ত্রীর নাম সুপারিশ করেনি। অন্য়দিকে বাংলার বামেদের সুরও এক। এই নিয়ে মুখ খুলতে নারাজ তাঁরা। তবে অচ্যুতানন্দনের পুত্র অরুণকুমার কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন। বাবা যে এই সম্মান পেয়েছেন, তা শুনে তিনি খুশি। তবে শুধুই অচ্য়ুতানন্দন নয়! পদ্ম সম্মান পেয়েছেন কেরলের আরও সাত কৃতি।