Shivraj Singh Chouhan: ‘এক দেশ, এক কৃষিকাজ…’, চাষিদের বিকাশে বিধায়কদের সঙ্গে বৈঠক শিবরাজ সিং চৌহানের

Shivraj Singh Chouhan: বিশেষজ্ঞরা বলে থাকেন, একটি দেশের আধুনিকতার পরিচয় শিল্প ও তার মেরুদণ্ড কৃষিকাজ। শিল্পের অগ্রগতির সঙ্গে কৃষিকাজের অগ্রগতি প্রয়োজন।

Shivraj Singh Chouhan: এক দেশ, এক কৃষিকাজ..., চাষিদের বিকাশে বিধায়কদের সঙ্গে বৈঠক শিবরাজ সিং চৌহানের
'মধ্যমণি' শিবরাজ সিং চৌহানImage Credit source: PTI

|

Jun 01, 2025 | 8:55 PM

নয়াদিল্লি: দেশের ভিন রাজ্যের বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভার্চুয়াল মাধ্যমেই চলে এই বৈঠক। যার নাম দেওয়া হয় ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান’। কিন্তু কোন উদ্দেশ্যে সাধনে এই বৈঠকের আয়োজন?

নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, মে মাসের ২৯ তারিখ থেকে জুন মাসের ১২ তারিখ পর্যন্ত দেশের ১ কোটি কৃষকদের কৃষি সংক্রান্ত শিক্ষা প্রদানেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। রবিবার, সেই উদ্যোগের পরবর্তী রোডম্যাপ সাজিয়ে নিতেই একাধিক রাজ্যের বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী।

এদিন মন্ত্রী বলেন, ‘২ হাজার ১৭০টি দল এখনও পর্যন্ত দেশের ৭ হাজার ৩৬৮টি গ্রামে ৭ লক্ষেরও অধিক কৃষকের সঙ্গে দেখা করেছেন। প্রকল্পের গুরুত্ব, কৃষি শিক্ষা, আধুনিক উপায়ে কৃষিকাজের পথ দেখিয়েছেন। আবহাওয়ার ভিত্তিতে কোন ফসল চাষ লাভজনক, সেই শিক্ষাও প্রদান করেছেন তারা।’

বিশেষজ্ঞরা বলে থাকেন, একটি দেশের আধুনিকতার পরিচয় শিল্প ও তার মেরুদণ্ড কৃষিকাজ। শিল্পের অগ্রগতির সঙ্গে কৃষিকাজের অগ্রগতি প্রয়োজন। যে ভাবে বিশ্বের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে, সেই নিরিখে কৃষিকাজের ধরনে পরিবর্তন না আনলে আগামী দিনে টিকে থাকা দায়। এই একই ভাবনা মন্ত্রীরও। তাই ভার্চুয়াল বৈঠক থেকে বিধায়কদের কৃষকদেরকে বিজ্ঞানীদের সঙ্গে আলাপ-আলোচনা করিয়ে দেওয়া নির্দেশ দেন তিনি। কীভাবে কম খরচে প্রচুর ফসল ফলানো যেতে পারে, সেই পথও দেখিয়ে দেওয়ার কথা বলেন।

মন্ত্রীর আরও দাবি, ‘কৃষিক্ষেত্রে দেশের মন্ত্র একটাই, এক দেশ, এক কৃষিকাজ ও এক দল। কৃষিকাজে ভারতকে ২০৪৭ সালের মধ্যে আরও বিকশিত, আধুনিক ও আত্মনির্ভর করতেই এই বার্তা।’