AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengaluru: বায়ুসেনার কমান্ডরের উপর হামলা, মাঝরাস্তায় রক্তারক্তি কাণ্ড, গালিগালাজ করল তার স্ত্রীকেও

Bengaluru: একটি ভিডিয়ো রেকর্ডিংয়ের মাধ্যমে বায়ুসেনা কমান্ডার জানিয়েছেন, 'DRDO কলোনি থেকে সিভি রমন নগরের দিকে যাচ্ছিলাম। ওই সময়ে হঠাৎ করে একজন যুবক বাইক নিয়ে আমাদের সামনে দাঁড়ায়। তারপর আমাদের পথ আটকে কানাড়া ভাষাতেই গালিগালাজ করতে শুরু করে।'

Bengaluru: বায়ুসেনার কমান্ডরের উপর হামলা, মাঝরাস্তায় রক্তারক্তি কাণ্ড, গালিগালাজ করল তার স্ত্রীকেও
ভারতীয় বায়ুসেনা কর্মীImage Credit: X
| Updated on: Apr 21, 2025 | 4:11 PM
Share

বেঙ্গালুরু: ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা কর্নাটকের বেঙ্গালুরুর। শুক্রবার ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-তে কর্মরত বায়ুসেনার উইং কমান্ডার আদিত্য বসু নিজের স্ত্রী-সহ অফিস থেকে রওনা দিয়েছিলেন বাড়ির দিকে। অভিযোগ, সেই সময়েই তাদের উপর প্রথমে চড়াও হয়, তারপর হামলা চালায় এক যুবক।

একটি ভিডিয়ো রেকর্ডিংয়ের মাধ্যমে বায়ুসেনা কমান্ডার জানিয়েছেন, ‘DRDO কলোনি থেকে সিভি রমন নগরের দিকে যাচ্ছিলাম। ওই সময়ে হঠাৎ করে একজন যুবক বাইক নিয়ে আমাদের সামনে গাড়ির দাঁড়ায়। তারপর পথ আটকে কানাড়া ভাষাতেই গালিগালাজ করতে শুরু করে।’ তাঁর সংযোজন, ‘আমার স্ত্রীকেও ওই ব্যক্তি গালিগালাজ করে। এমনকি, কিছু বোঝার আগেই সে নিজের বাইকের চাবি আঙুলের ফাঁকে ঢুকিয়ে আমার মাথায় আঘাত করে। যার জেরে মাথা ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়।’

হঠাৎ করেই রক্ষককে এমন আক্রমণের মুখে পড়তে হল কেন? এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বায়ুসেনা কমান্ডার জানান, তার স্ত্রীর উপস্থিতির কারণেই ওই দিন প্রাণে বাঁচে তার। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে স্থানীয় থানায় যান। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এই ঘটনায় পুলিশের তরফে বিশেষ তৎপরতা দেখা যায়নি বলেও অভিযোগ করেছেন ওই জওয়ান। ইতিমধ্য়ে ঘটনার পর তিনদিন কেটে গেলেও এখনও গ্রেফতার করা হয়নি যুবককে।