
নয়াদিল্লি: কারও ৫ দিন আগে বিয়ে হয়েছিল। কারও কোলে ছোট সন্তান। চোখের সামনে পরিচয় জানার পর তাঁদের স্বামীদের গুলি করে মেরেছিল জঙ্গিরা। পহেলগাঁওয়ে সেই জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হেনে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন স্বামীহারা কামাক্ষী প্রসন্ন। মোদীকে ধন্যবাদ জানিয়ে বললেন, “সিঁদুর মানে আমাদের জীবন।”
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় যে ২৬ জন প্রাণ হারান, তার মধ্যে রয়েছেন কামাক্ষীর স্বামী মধুসূদন রাও। পুত্র ও কন্যাকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন মধুসূদন ও কামাক্ষী। জঙ্গি হামলার সময় তাঁরা স্বামী-স্ত্রী বসে পড়েছিলেন। স্বামীর হাত ধরে রেখেছিলেন। পরিচয় জানার পরই তাঁর চোখের সামনে মধুসূদনকে গুলি করেছিল জঙ্গিরা। রক্তে তাঁর শাড়ি ভিজে গিয়েছিল।
বুধবার মধ্যরাতে ভারতীয় সেনা পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দেয়। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে। গুঁড়িয়ে দেয় একাধিক জঙ্গিঘাঁটি। ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-র কথা শুনে কান্না ভেজা গলায় কামাক্ষী বলেন, “আমরা আমাদের স্বামীদের হারিয়েছি। আর এই অপারেশনের নামেই সব বলা রয়েছে। সিঁদুর মানে স্বামীর প্রতি ভালবাসা। সিঁদুর মানে আমাদের জীবন। আমরা আমাদের জীবন হারিয়েছি। এই বদলা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই।”
কামাক্ষী যখন কথাগুলো বলছেন, তখন পাশে দাঁড়িয়ে তাঁর কন্যা ও পুত্র। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন কামাক্ষী। তিনি বলেন, এমন যেন আর কারও সঙ্গে না হয়।