Bengal Firms Exits: বাংলা ছেড়েছে প্রায় ৭ হাজার সংস্থা, ‘বিদায়ী-বাণে’ তৃণমূলকে বিঁধলেন নির্মলা

Parliament Winter Session: যার পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'বর্তমান সরকার বাংলাকে কখনওই কোনও কিছু থেকেই বঞ্চিত করেনি। বরং, তৃণমূলই বাংলার বিকাশে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে।' এরপরেই বাংলা থেকে বিভিন্ন সংস্থার অন্যত্র চলে যাওয়ার একটি রিপোর্টও তুলে ধরেন তিনি।

Bengal Firms Exits: বাংলা ছেড়েছে প্রায় ৭ হাজার সংস্থা, বিদায়ী-বাণে তৃণমূলকে বিঁধলেন নির্মলা
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনImage Credit source: PTI

|

Dec 05, 2025 | 2:22 PM

নয়াদিল্লি: গত ১৪ বছরে বাংলা ছেড়েছে প্রায় ৭ হাজার সংস্থা। যাঁদের মধ্যে ৪৪৮টি সংস্থা আবার শেয়ার বাজার নথিভুক্ত। অর্থাৎ লিস্টেড কোম্পানির তালিকায় পড়ে। কিন্তু এই একটি সংস্থাও আর বাংলায় নেই। পাত্তারি গুটিয়ে চলে গিয়েছে অন্যত্র। বৃহস্পতিবার রাজ্যসভায় অধিবেশনের মাঝে এই তথ্য দিয়েই তৃণমূল সাংসদকে বিঁধলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এদিন রাজ্য়সভায় সেন্ট্রাল এক্সারসাইজ বিল ২০২৫ পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বিল নিয়ে যুক্তি-তর্কে মাঝে পারদ চড়ে সংসদের উচ্চ কক্ষে। সম্মুখ সমরে নামতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষকে। বিল নিয়ে বিতর্কের মাঝের ‘বাংলার বঞ্চনা’ টেনে ধরেন তৃণমূল সাংসদ। বলেন, ‘আপনারা বাংলাকে এড়িয়ে চলা বন্ধ করুন।’

যার পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বাংলাকে কখনওই কোনও কিছু থেকেই বঞ্চিত করেনি। বরং, তৃণমূলই বাংলার বিকাশে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে।’ এরপরেই বাংলা থেকে বিভিন্ন সংস্থার অন্যত্র চলে যাওয়ার একটি রিপোর্টও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘গত ১৪ বছরে বাংলা ছেড়েছে মোট ৬ হাজার ৮৯৫টি সংস্থা। যাঁদের মধ্যে ৪৪৮টি লিস্টেড সংস্থা এবং বাকি ৬ হাজার ৪৪৭টি আনলিস্টেড।’

শীতকালীন অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের কাছেই বিভিন্ন সংস্থার বঙ্গ-ত্যাগের খতিয়ান চেয়েছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। গত ১৪ বছরে কতগুলি সংস্থা বাংলা ছাড়ল, সেই প্রশ্নই করেছিলেন তিনি। তার উত্তরেই এই ৬ হাজার ৮৯৫টি সংস্থার বঙ্গ-ত্যাগের কথা জানিয়েছিলেন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মলহোত্রা। এবার সেই তথ্য দিয়েই তৃণমূল সাংসদকে বিঁধলেন নির্মলা। শমীকের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও জানিয়েছিলেন, শেষ ছয় মাসেই বাংলা থেকে বিদায় নিয়েছে ২০৭টি সংস্থা। এমনকি গতবছর এই বিদায়ী সংস্থার পরিমাণ ছিল ৩৬৬টি। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বিদায় নিয়েছে ২০১৭-১৮ সালে। মোট ১ হাজার ২৭টি।