নয়া দিল্লি: অনাবশ্যক রেল ভ্রমণ এড়াতে বাড়ানো হয়েছে ভাড়া (Fair High)। প্যাসেঞ্জার ট্রেনের (Passenger Train) ভাড়া বৃদ্ধি নিয়ে এমনটাই সাফাই রেলের। করোনার আবহে টানা কয়েক মাস ট্রেন চলাচল বন্ধ থাকার পর গত ডিসেম্বর মাসের শেষ থেকে স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেন চালানো শুরু করেছে ভারতীয় রেল। এরইমধ্যে স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের ভাড়াও বাড়ানো হয়েছে। রেলের তরফে খবর, এখন যত ট্রেন চলছে তার মধ্যে প্রায় ৩ শতাংশ ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে।
Slightly higher fares for short distance passenger trains done ONLY to discourage people from travel which is not most necessary
Slightly higher fares only in less than 3 % of total trains runninghttps://t.co/mspNWR18FS
— PIB India (@PIB_India) February 24, 2021
কিন্তু এরকম আর্থিক টানাটানির মরসুমে কেন রেল এমন সিদ্ধান্ত নিল? তাদের দাবি, দেশে ফের করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে স্টেশনে, ট্রেনে অকারণ ভিড় এড়াতেই সামান্য ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। ভারতীয় রেলের অন্যান্য শাখার পাশাপাশি এই রাজ্যের পূর্ব, দক্ষিণ পূর্ব এবং নর্থ-ইস্ট ফ্রন্টিয়র রেলওয়েতে চালানো হচ্ছে স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেন। তবে এই সমস্ত ট্রেনগুলিতে কোনও জেনারেল কোচ নেই। রিজার্ভেশন টিকিট কেটে তবেই এই ট্রেনে ওঠা যাবে। রেল আধিকারিকদের বক্তব্য, এর জন্য সেকেন্ড সিটিংয়ের ভাড়া দিতে হচ্ছে রেলযাত্রীদের। শুধু তাই নয়, স্পেশাল ট্রেন হওয়ার কারণে কোনও কনসেশনও কার্যকর হবে না।
আরও পড়ুন: নীরব মোদী ভারতে ফিরছেন কি না আজই জানাবে ব্রিটেনের আদালত
এই ভাড়া বৃদ্ধি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল যাত্রীদের মধ্যে। প্রেস ইনফরমেশন ব্যুরো এরপরই বিজ্ঞপ্তি জারি করে জানায়, স্বল্প দূরত্বের ট্রেনের ক্ষেত্রে সামান্য ভাড়া বৃদ্ধি করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বিধি মেনে যাতে সামাজিক দূরত্ব পালন করা হয় এবং অযথা যাতে যাত্রীরা স্টেশনে ভিড় না করেন সে কারণেই এই সিদ্ধান্ত। বিভিন্ন শাখার রেল আধিকারিক জানাচ্ছেন, যতদিন না পর্যন্ত রেল বোর্ডের কাছ থেকে নতুন নির্দেশ আসছে, ততদিন পর্যন্ত এই পদ্ধতিতে পরিষেবা সচল থাকবে।