প্রয়াগরাজ: নিখোঁজ হয়েছেন নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে ‘IIT য়ান বাবা’কে? সমাজমাধ্যম জুড়ে তৈরি হওয়া এই প্রশ্নের উত্তর আর অধরা রইল না। শনিবার রাতে জুনা আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে ‘IIT য়ান বাবা’ ওরফে অভয় সিংহকে। এমনটাই জানাচ্ছেন আখড়ার প্রধান মহন্ত হরি গিরি।
কেন হলেন বহিষ্কার?
জুনা আখড়া সূত্রে জানা গিয়েছে, নিজের গুরু মহন্ত সোমেশ্বর পুরীকে রীতিমতো গালিগালাজ করার অভিযোগে শনিবার রাতে আখড়া থেকে ‘IIT য়ান বাবা’কে বিতাড়িত করার সিদ্ধান্ত নেয় জুনা আখড়া কমিটি। আর কোনও দিন জুনা আখড়া সদস্য হওয়া তো দূর। আখড়ার চৌহদ্দিতে প্রবেশের অনুমতি পাবেন না সমাজমাধ্যম খ্যাত এই ‘IIT য়ান বাবা’।
এদিন জুনা আখড়ার প্রধান মহন্ত হরি গিরি জানান, ‘নিজের গুরুকে অপমান করা সন্ন্যাস আদর্শ বিরোধী একটি কাজ। আর সেই আর্দশবিধিই ভঙ্গ করেছেন অভয় সিংহ। সনাতন ধর্ম ও আখড়া, অভয়ের এই আচরণকে কখনওই সমর্থন করে না। তাই এই বহিষ্কার।’
তিনি আরও বলেন, ‘যতদিন না পর্যন্ত অভয় সিংহ সঠিক নিয়মানুবর্তিতা ও সন্ন্যাস আদর্শকে মেনে নিজের জীবন চালাচ্ছেন, ততদিন পর্যন্ত জুনা আখড়ায় তাঁর ঠাঁই নেই।’
অবশ্য ‘IIT য়ান বাবা’র কুম্ভে অত্যাধিক খ্যাতি ও প্রচারের আলো মেনে নিতে না পেরে, তাঁকে আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে বলেও মত অনেকের।
প্রসঙ্গত, মহাকুম্ভে এসে বেশ প্রচারের আলো পেয়েছিলেন অভয় সিংহ ওরফে ‘IIT য়ান বাবা’। এককালে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ‘এরোস্পেস ইঞ্জিনিয়ারিং’ করেছিলেন তিনি। আর সেই কথা সংবাদমাধ্যম দ্বারা ছড়িয়ে পড়তে, তাঁকে ঘিরে বাড়ে ভক্তদের ভিড়।