Shubhanshu Shukla: রাজহাঁস নিয়ে মহাকাশে পাড়ি দিচ্ছেন শুভাংশু! কারণ জানলে চমকে উঠবেন

Shubhanshu Shukla: কিন্তু কেন এই রাজহাঁস নিয়ে মহাকাশে সফর করছেন শুভাংশু? এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'রাজহাঁস দুধ থেকে জলকে আলাদা করার মতো বিরল ক্ষমতার শক্তিধারী।

Shubhanshu Shukla: রাজহাঁস নিয়ে মহাকাশে পাড়ি দিচ্ছেন শুভাংশু! কারণ জানলে চমকে উঠবেন
Image Credit source: X | Getty Image

|

Jun 06, 2025 | 6:33 PM

নয়াদিল্লি: সরস্বতীর বাহন ‘রাজহাঁস’ নিয়ে মহাকাশে পাড়ি দিচ্ছে ভারতের ছেলে শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর ৪০ বছর পরে মহাকাশে পাড়ি দিচ্ছেন কোনও ভারতীয়। আর সেই ভারতীয়র সঙ্গী হয়েছে একটি পুতুল রাজহাঁস। যার নাম ‘জয়’।

কিন্তু কেন এই রাজহাঁস নিয়ে মহাকাশে সফর করছেন শুভাংশু? এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘রাজহাঁস দুধ থেকে জলকে আলাদা করার মতো বিরল ক্ষমতার শক্তিধারী। যা আমাকে প্রতি মুহূর্তে জ্ঞান ও কাজের চাপের মধ্য়ে সূক্ষ্ম ভারসাম্য তৈরি করার শক্তি দেবে।’

হাতের আর দিন চারেক। তারপরেই ফ্যালকন-৯ রকেট চেপে আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটির দিকে রওনা দেবে শুভাংশু শুক্লা-সহ চার নভোশ্চর। শুভাংশু যেহেতু ভারতীয়, এই লখনউয়ের ছেলে, তার কথা মাথায় রেখে বিশেষ ডায়েট তৈরি করেছে ইসরো।

ইসরো সূত্রে জানা গিয়েছে, আমের রস, মুগের হালুয়া এবং ভাত নিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের দিকে পাড়ি দেবেন শুভাংশু। সাধারণ ভাবে যারা মহাকাশ যানে চেপে আইএসএসে যান, তারা স্টিকি রাইস সঙ্গে নিয়ে যান। কিন্তু শুভাংশু নিয়ে যাবে ভারতে চাষ হওয়া ঝরঝরে চালই। শুধু যে রুচি-পছন্দের কথা ভেবেই এই খাবারগুলি শুভাংশুর সঙ্গে ISS-এ পাঠানো হচ্ছে তেমনটা নয়। ইসরো জানাচ্ছে, এই খাদ্যভাস আসলে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জুড়ে। তাই এমন সিদ্ধান্ত।