Sonia-Rahul Emergency Landing: বিপদ এড়ালেন সনিয়া-রাহুল, ভোপালে বিমানের জরুরি অবতরণ

Sonia-Rahul Emergency Landing: বিরোধী দলগুলির বৈঠক ছিল বেঙ্গালুরুতে। সেই বৈঠক সেরেই দিল্লি ফিরছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।

Sonia-Rahul Emergency Landing: বিপদ এড়ালেন সনিয়া-রাহুল, ভোপালে বিমানের জরুরি অবতরণ
ফাইল ছবি

Jul 18, 2023 | 9:27 PM

ভোপাল: বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পথে মাঝ আকাশে বিপদ। জরুরি অবতরণ করল সনিয়া ও রাহুলের বিমান। খারাপ আবহাওয়ার কারণে মধ্যপ্রদেশের ভোপালে অবতরণ করানো হয় বিমানটিকে। খারাপ আবহাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। সোমবার ও মঙ্গলবার বেঙ্গালুরুতে ছিল ২৬টি বিজেপি বিরোধী দলের বৈঠক। সেই বৈঠক শেষ করে মঙ্গলবার সন্ধ্যায় বিমানে দিল্লি ফিরছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া। সঙ্গে ছিলেন রাহুল।

সূত্রের খবর, যে প্রাইভেট চার্টার্ড বিমানটিতে তাঁরা ফিরছিলেন, সেটিতে আর উঠবেন না। রাত ৯ টা ৩০ মিনিটে ইন্ডিগো বিমানে চেপে দিল্লি ফেরার কথা তাঁদের। উল্লেখ্য, কিছুদিন আগেই একই ভাবে উত্তরবঙ্গ সফরে গিয়ে মাঝ আকাশে খারাপ আবহাওয়ার মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি অবতরণের সময় চোটও লাগে তাঁর।

সূত্রের খবর, ড্যাসল্ট ফ্যালকন ২০০০ বিমানে ছিলেন রাহুল ও সনিয়া। একটি সূত্র বলছে, বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল, সেই কারণেই চালক বিমানটি ভোপালের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভোপালে বিমানটি পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।