নয়া দিল্লি: তিহাড়ে বন্দি বাবা-মেয়ের মধ্যে কি এবার মতবিরোধী তৈরি হল? গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের মধ্যে কি মনোমালিন্য? সূত্র মারফত এমন তথ্যই উঠে আসছে। সূত্রের খবর, গরু পাচারে অভিযুক্ত প্রভাবশালী বাবা-মেয়ের মধ্যে মনোমালিন্য তীব্র আকার নিয়েছে। আর সেই কারণেই সুকন্যার আইনজীবী অমিত কুমার মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, সুকন্যার হয়ে আর মামলা লড়তে চাইছেন না আইনজীবী অমিত কুমার। তিনি ইতিমধ্যেই সেকথা কেষ্ট-কন্যাকে জানিয়ে দিয়েছেন বলে খবর।
কিন্তু কী নিয়ে মতবিরোধী হল বাবা-মেয়ের? জানা যাচ্ছে, এই সমস্যাটি অনেক দিন ধরেই চলছিল। গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের আইনজীবী হিসেবে রয়েছেন মুদিত জৈন ও সম্পৃক্তা ঘোষাল। তাঁরা শুরু থেকেই কেষ্ট মণ্ডলের আইনজীবী হিসেবে রয়েছেন। কিন্তু কেষ্টর মেয়ে সুকন্যার আইনজীবী হিসেবে কাজ করছিলেন অমিত কুমার। সূত্রের খবর, আইনজীবী অমিত কুমার যে পথে মামলা সাজাচ্ছিলেন তাতে সন্তুষ্ট ছিলেন সুকন্যা। কিন্তু তাঁর বাবা অনুব্রত মণ্ডল নাখুশ ছিলেন মেয়ের আইনজীবীর ভূমিকায়। তিনি চাইছেন, মেয়ের যাতে তাড়াতাড়ি জামিন হয়ে যায়। কিন্তু সেটা হচ্ছিল না। সূত্রের খবর, এমন অবস্থায় মেয়ের আইনজীবী অমিত কুমারের সঙ্গে দেখাও করতে চাইছিলেন কেষ্ট।
তবে সূত্র মারফত জানা যাচ্ছে, কেষ্টর সঙ্গে দেখা করতে যেতে চাননি আইনজীবী অমিত কুমার। যেহেতু তিনি সুকন্যার আইনজীবী, তাই আলাদা করে কেন কেষ্টর সঙ্গে দেখা করবেন, তা নিয়ে আপত্তি ছিল তাঁর। শেষ পর্যন্ত এই টানাপোড়েনের মধ্যেই আজ আইনজীবী অমিত কুমার সুকন্যার মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, বাবা-মেয়ের এই মতপার্থক্যের কারণেই তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন।