Anubrata Mondal: তিহাড়ের ৭ নম্বর সেলে সঙ্গী সায়গল-মণীশ, জেলেও শ্বাসকষ্ট অনুব্রতর!

Sudeshna Ghoshal | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 22, 2023 | 11:59 AM

Anubrata Mondal: সূত্রের খবর, আজ জেলে অনুব্রতর সঙ্গে দেখা করবেন তাঁর আইনজীবী। জেলে দুই ঘণ্টা কথা বলবেন তাঁরা। অনুব্রতকে অক্সিজেন, নেবুলাইজেশন, ওষুধ ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, তা জানবেন তিনি।

Anubrata Mondal: তিহাড়ের ৭ নম্বর সেলে সঙ্গী সায়গল-মণীশ, জেলেও শ্বাসকষ্ট অনুব্রতর!
অলঙ্করণ: টিভি৯ বাংলা।

Follow Us

নয়া দিল্লি: তিহাড় যাত্রা রোখা গেল না অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। গরুপাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা। মঙ্গলবার গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রতকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। কোর্টের নির্দেশের পরই তিহাড় জেলে (Tihar Jail) নিয়ে যাওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। তিহাড়ে কেমন কাটল অনুব্রত মণ্ডলের প্রথম রাত, তা জানতে লকআপে দেখা করতে যাবেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।

সূত্রের খবর, এক লকআপেই রয়েছেন অনুব্রত, তাঁর দেহরক্ষী সায়গল হোসেন ও তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারি। জানা গিয়েছে, তিহাড় জেলের ৭ নম্বর লকআপে রয়েছেন অনুব্রত মণ্ডল। একই সেলে রয়েছেন তাঁর দেহরক্ষী সায়গল হোসেন ও হিসাবরক্ষক মণীশ কোঠারি। আজ দুপুর ৩টেয় দেখা করতে যাবেন অনুব্রতর আইনজীবী।

সূত্রের খবর, আজ জেলে অনুব্রতর সঙ্গে দেখা করবেন তাঁর আইনজীবী। জেলে দুই ঘণ্টা কথা বলবেন তাঁরা। অনুব্রতকে অক্সিজেন, নেবুলাইজেশন, ওষুধ ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, তা জানবেন তিনি। জেলে প্রথম রাত কেমন কাটল বীরভূমের নেতার, তাও জানতে চাইবেন অনুব্রতর আইনজীবী।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের সোমবার শেষবার অনুব্রতর সম্পূর্ণ চেকআপ হয়। সূত্রের খবর, গত ৪৮ ঘণ্টা শ্বাসকষ্ট হয়েছিল অনুব্রত মণ্ডলের। সেই কারণে তাঁকে নির্দিষ্ট সময় মেনে অক্সিজেন, নেবুলাইজেশন দেওয়া হচ্ছে। তিহাড় জেলে সেই চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা অনুব্রত, সে সম্পর্কে খোঁজখবর নেবেন অনুব্রতর আইনজীবী। উল্লেখ্য, মঙ্গলবার রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতর আইনজীবী বিচারপতির কাছে অনুরোধ করেছিলেন, জেলে যেন অনুব্রতর স্বাস্থ্যের খেয়াল রাখা হয়।

প্রসঙ্গত, দোলের দিন দিল্লি নিয়ে যাওয়া হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সিবিআই-এর মামলায় গ্রেফতার হওয়ার পর দীর্ঘ কয়েক মাস আসানসোল সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি। পরে আদালত অনুমতি দেওয়ায় তাঁকে দিল্লি নিয়ে যায় ইডি।

Next Article