AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধেয়ে আসছে ‘ইয়াস’, একসঙ্গে ৭৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ইতিমধ্যেই একাধিক ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল রাখা হয়েছে। এর মধ্যে আবার নতুন করে ৭০টির উপর ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল।

ধেয়ে আসছে 'ইয়াস', একসঙ্গে ৭৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল
প্রতীকী চিত্র
| Updated on: May 22, 2021 | 4:53 PM
Share

কলকাতা: আর কোনও সংশয় নেই। মৌসম ভবন শনিবার পাকাপাকিভাবে জানিয়ে দিয়েছে, আগামী ২৬ মে পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। এই প্রভাব আমপানের মতোই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে আগাম প্রস্তুতি নিয়ে ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব শাখায় ৭৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণেই এই সিদ্ধান্ত।

এর আগে ৭৪ টি দূরপাল্লার ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছিল ইস্ট কোস্ট রেলওয়ে। আজ যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে একাধিক ট্রেনও এই তালিকায় রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ইতিমধ্যেই একাধিক ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল রাখা হয়েছে। এর মধ্যে আবার নতুন করে ৭০টির উপর ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল।

কোন কোন ট্রেন রয়েছে বাতিলের তালিকায়….

হাওড়া-ভুবনেশ্বর (আপ এবং ডাউন) হাওড়া-পুরী (আপ এবং ডাউন) হাওড়া-যশোবন্তপুর (আপ এবং ডাউন) গুয়াহাটি-বেঙ্গালুরু (আপ এবং ডাউন) শালিমার-নাগরকোলি (আপ এবং ডাউন) হাওড়া-কন্যাকুমারী (আপ এবং ডাউন) হাওড়া-সেকেন্দ্রাবাদ (আপ এবং ডাউন) পুরী-নয়া দিল্লি (আপ এবং ডাউন) চেন্নাই-হাওড়া (আপ এবং ডাউন) এরনাকুলাম-পটনা (আপ এবং ডাউন) হাওড়া-তিরুচিরাপল্লি (আপ এবং ডাউন) শালিমার-সেকেন্দ্রাবার (আপ এবং ডাউন) সাঁতরাগাছি-চেন্নাই (আপ এবং ডাউন) হাওড়া-হায়দরাবাদ (আপ এবং ডাউন) হাওড়া-ভাস্কো দা গামা (আপ এবং ডাউন)

আরও পড়ুন: মদনের গলায় টিউমার, তিন নেতার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক সারল মেডিক্যাল বোর্ড

এ ছাড়াও আরও অসংখ্য ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলে। বলতে গেলে প্রায় সব দক্ষিণ-পূর্ব এবং পূর্ব রেল শাখায় ট্রেন চলাচল প্রায় পুরোপুরিই বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দফতরের দাবি, আগামী ২৬ মে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। সেই সময় ট্রেন চলাচল হলে যে কোনও বড় বিপদ ঘটতে পারে। যে কারণে সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৩ মে থেকে ২৯ মে পর্যন্ত বহু ট্রেনের পরিষেবা বন্ধই রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

আরও পড়ুন: ‘আপনাকে ছাড়া বাঁচব না দিদি’, টিকিট না পেয়ে কেঁদে ভাসানো সোনালির কাতর আবেদন টুইটে