AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in Sri Lanka: শ্রীলঙ্কায় গিয়ে আটক ১৪ ভারতীয় মৎস্যজীবীকে ‘ঘরে ফেরালেন’ মোদী

PM Modi in Sri Lanka: এবার দ্বীপরাষ্ট্র সফরে গিয়ে তাদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করে এলেন মোদী। জানা গিয়েছে, শ্রীলঙ্কার অনুরাধাপুরে দু'টি ভারতীয় রেলের প্রোজেক্ট উদ্বোধনের সময় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই মৎসজীবীদের নিয়ে তৈরি হওয়া 'অস্বস্তির' কথা উঠে আসে।

PM Modi in Sri Lanka: শ্রীলঙ্কায় গিয়ে আটক ১৪ ভারতীয় মৎস্যজীবীকে 'ঘরে ফেরালেন' মোদী
শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীImage Credit: PTI
| Updated on: Apr 08, 2025 | 2:10 PM
Share

কলম্বো: রবিবার প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফরের পরেই ছেড়ে দেওয়া হল আটক ১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে। শুক্রবার থাইল্যান্ড হয়ে তিন দিনের শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বীপরাষ্ট্রে পা রাখতেই প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে দিশানায়েকের সরকার। পরিবর্তে মোদীও ভরিয়ে দিয়েছেন তাদের।

দুই দেশের মধ্যে প্রথমবার সাক্ষর হয়েছে প্রতিরক্ষা চুক্তি। এছাড়াও সাক্ষর হয়েছে আরও বেশ কিছু সমঝোতা পত্র। তবে শুধুই চুক্তি সাক্ষর করে ফিরে আসেননি প্রধানমন্ত্রী মোদী। বরাবরই ভারত-শ্রীলঙ্কার মধ্যে মৎস্যজীবীদের নিয়ে বেঁধেছে সমস্যা। দুই দেশের মৎস্যজীবীরা মাঝ সমুদ্র ঘুরে বেড়াতে গিয়ে ভুল করে আন্তর্জাতিক জলসীমা পাড় করে বন্দি হয়ে যান। গত বছরও বেশ কয়েকজন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে শ্রীলঙ্কার নৌসেনা। যার জেরে ভালই অস্বস্তিতে পড়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক।

এবার দ্বীপরাষ্ট্র সফরে গিয়ে তাদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করে এলেন মোদী। জানা গিয়েছে, শ্রীলঙ্কার অনুরাধাপুরে দু’টি ভারতীয় রেলের প্রোজেক্ট উদ্বোধনের সময় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই মৎস্যজীবীদের নিয়ে তৈরি হওয়া ‘অস্বস্তির’ কথা উঠে আসে। দিশানায়ককে উদ্দেশ্য করে মোদী বলেন, মৎস্যজীবীদের ফেরানোর বিষয়টি তাঁর মানবিক দিক থেকে দেখা উচিত। এরপরই রবিবার দ্বীপরাষ্ট্রে বন্দি ১৪ জন মৎসজীবীকে রেহাই দেওয়া হয়।

এই প্রসঙ্গে ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী জানাচ্ছেন, ‘মৎসজীবীদের নিয়ে চলা সমস্যা নিয়ে এই সফরে অনেকক্ষণই বৈঠক হয়েছে মোদী ও দিশানায়কের মধ্যে। আগামী দিনের জন্যও এই বৈঠক ভাল ফল দেবে।’