Operation Sindoor: সঠিক দিশায় চলছে দেশ, আতঙ্কের কোনও কারণ নেই: শ্রী শ্রী রবিশঙ্কর

Operation Sindoor: তিনি উল্লেখ করেন, হিন্দু দেব-দেবীদের এক হাতে থাকে ফুল, অন্য হাতে অস্ত্র। যাদের কূটনীতি দিয়েও বোঝানো যায় না, তাদের শিক্ষা দিতেই হয়।

Operation Sindoor: সঠিক দিশায় চলছে দেশ, আতঙ্কের কোনও কারণ নেই: শ্রী শ্রী রবিশঙ্কর

May 07, 2025 | 10:13 PM

নয়া দিল্লি: পহেলগাঁও হামলার জবাবে ভারত যে অভিযান চালিয়েছে, সেই অপারেশনের প্রশংসা করলেন শ্রী রবিশঙ্কর। মঙ্গলবার রাতে পাকিস্তানে ঢুকে অভিযান চালিয়ে ফিরে এল সেনা ও বায়ুসেনা। নিশানায় ছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি। প্রেস বিবৃতিতে ভারতীয় সেনা জানিয়েছে, ২৫ মিনিটের অভিযানে ৯টি জায়গায় অভিযান চালানো হয়েছে।

এরপরই একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন রবিশঙ্কর। এক্স মাধ্যমে দেওয়া ওই বার্তায় তিনি জানিয়েছেন, সন্ত্রাস হল মানবতা বিরোধী। এই সন্ত্রাস নির্মূল করা উচিত। তিনি উল্লেখ করেন, হিন্দু দেব-দেবীদের এক হাতে থাকে ফুল, অন্য হাতে অস্ত্র। যাদের কূটনীতি দিয়েও বোঝানো যায় না, তাদের শিক্ষা দিতেই হয়। ভারত একটা স্মার্ট পদক্ষেপ করেছে। শুধুমাত্র জঙ্গিঘাঁটিগুলিকেই নিশানা করা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত সঠিক দিশায় এগোচ্ছে বলে মন্তব্য করেন রবিশঙ্কর। তিনি এক্স মাধ্যমে বলেছেন, “যে সব ভারতীয় ভয় পাচ্ছেন, আমি তাঁদের আশ্বস্ত করে বলতে চাই, সবকিছু ভাল হবে। দেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কেউ সন্ত্রাস নিয়ে আর ভয় পাবে না।”