
কলকাতা: বুধবার রাত থেকে দফায় দফায় পারদ চড়েছে ভারত-পাকিস্তানের অন্দরে। পহেলগাঁওয়ের সন্ত্রাস হামলাকে কেন্দ্র করে তীব প্রতিবাদ জানিয়েছে ভারত। এমনকি, দশক ধরে যে সীমান্তে সন্ত্রাসকে মদত জোগাচ্ছে পাকিস্তান, সেই অভিযোগও করেছে নয়াদিল্লি। পাশাপাশি, পাকিস্তানের ‘টুঁটি চেপে’ ধরতে বুধবার দশক পুরনো সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। ওয়াকিবহাল মহল বলছে, প্রধানমন্ত্রী ‘প্রত্যাঘাতের’ বার্তা দিয়ে তো দিয়েছেন ঠিকই। কিন্তু সেটা কবে হবে, তা জানা নেই। পাশাপাশি তাদের আরও দাবি, যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসাবেই সিন্ধুকে ‘হাতিয়ার’ করেছে নয়াদিল্লি। আবহ দেখে মনে হচ্ছে এবার আর আকাশপথ নয়। সার্জিক্যাল স্ট্রাইক হবে জলপথে। শুক্রবার, এই...