
ভোপাল: ৮ বছরের বড় শিক্ষিকাকে একতরফা ভালবাসত। সেই শিক্ষিকার গায়েই পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিল বছর আঠারোর এক পড়ুয়া। হাসপাতালে ভর্তি করতে হয়েছে ওই শিক্ষিকাকে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তার নাম সূর্যাংশ কোচার। ঘটনা মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার।
পুলিশ জানিয়েছে, গতকাল বিকেলে সূর্যাংশ ওই শিক্ষিকার বাড়িতে যায়। পেট্রল ভর্তি একটি বোতল ছিল তার কাছে। শিক্ষিকা তার ডাক শুনে বাইরে আসে। তখনই শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই পড়ুয়া। তারপরই ঘটনাস্থল ছেড়ে পালায়। শিক্ষিকাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। শরীরের ১০-১৫ শতাংশ পুড়ে গিয়েছে। তবে তিনি বিপন্মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
অভিযুক্ত পড়ুয়া ও ওই শিক্ষিকা পরস্পরকে বছর দুয়েক আগে থেকে চেনেন। বছর ছাব্বিশের ওই যুবতী যে স্কুলে অতিথি শিক্ষিকা সেখানে একসময় পড়ত সূর্যাংশ। তাকে ওই স্কুল থেকে বহিষ্কার করা হয়। পুলিশ জানিয়েছে, একতরফাভাবে ওই শিক্ষিকাকে ভালবাসত সূর্যাংশ।
সাব ডিভিশনাল পুলিশ অফিসার মনোজ গুপ্তা বলেন, “ওই শিক্ষিকা স্কুলের ১৫ অগস্টের অনুষ্ঠানে শাড়ি পরেছিলেন। তা নিয়ে কটূক্তি করেছিল ওই পড়ুয়া। এই নিয়ে শিক্ষিকা অভিযোগ জানান। তাতেই ক্ষুব্ধ হয় সূর্যাংশ। তখন শিক্ষিকার উপর হামলার পরিকল্পনা করে।”
ওই পুলিশ অফিসার জানান, শিক্ষিকার উপর হামলার ঘটনায় ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারায় পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কয়েকঘণ্টার মধ্যেই অভিযুক্ত পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিক্ষিকার সম্পূর্ণ বয়ান পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে মনোজ গুপ্তা জানান।