Sunetra Pawar: শূন্যস্থান পূরণ করবেন অজিত-জায়া, শনিতে মহারাষ্ট্র পাবে নয়া উপমুখ্যমন্ত্রী
Sunetra Pawar to be Deputy CM: বৃহস্পতিতে সুনেত্রার সঙ্গে বৈঠকের পর আজ অর্থাৎ শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বাসভবন বর্ষায় গিয়ে ফড়ণবীসের সঙ্গে বৈঠক করেন ছগন, প্রফুলরা। অজিতের হাতে অর্থ, আবগারি এবং ক্রীড়ার মতো গুরুত্বপূর্ণ দফতর ছিল। সূত্রের খবর, সেগুলিকেই এবার সুনেত্রা হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন প্রফুলেরা।

মুম্বই: ‘দাদা’র শূন্যস্থান পূরণ করবেন ‘বহিনা’। শনিবার বিকাল ৫টায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন প্রয়াত এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্য়মন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। বিমান দুর্ঘটনায় অজিতের আকস্মিক মৃত্যুর পর জল্পনা তৈরি হয়েছিল হয়তো এই পদটা তিনিই পাবেন। দলীয় মত ছিল সেই দিকেই।
সংবাদসংস্থাকে পিটিআইকে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নরহরি জিরওয়াল বলেছিলেন, ‘দাদার পর মানুষ বহিনীকেই (বউদি) যোগ্য বলে মনে করছে।’ শূন্যস্থান পূরণে সুনেত্রার সঙ্গে বৈঠক করেছিলেন এনসিপি-র ভারপ্রাপ্ত সভাপতি প্রফুল প্যাটেল, ছগন ভুজবল এবং সুনীল তটকরেরা। শুক্রবার অজিত-জায়াতেই সিলমোহর দিয়েছে দল। রাজ্যসভার সাংসদ সুনেত্রাই দলের তরফে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের নেতৃত্বাধীন মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী হবেন। এ কথা জানিয়ে দিয়েছেন এনসিপি নেতা ছগন ভুজবল।
বৃহস্পতিতে সুনেত্রার সঙ্গে বৈঠকের পর আজ অর্থাৎ শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বাসভবন বর্ষায় গিয়ে ফড়ণবীসের সঙ্গে বৈঠক করেন ছগন, প্রফুলরা। অজিতের হাতে অর্থ, আবগারি এবং ক্রীড়ার মতো গুরুত্বপূর্ণ দফতর ছিল। সূত্রের খবর, সেগুলিকেই এবার সুনেত্রা হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন প্রফুলেরা।
এদিন ছগন ভুজবল বলেন, ‘ফড়ণবীস জানিয়েছেন, শনিবার সুনেত্রা যদি উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন, তা হলে তাঁর কোনও আপত্তি নেই।’ তাই সেই মর্মেই শনিবার বিকাল ৫টা নাগাদ সুনেত্রা পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী পদে হস্তান্তর করতে ইচ্ছুক এনসিপিও। ওই সময় শপথবাক্য পাঠ করবেন তিনি। কিন্তু বাকি মন্ত্রকগুলি কী হবে? সেগুলি কি হাত ছাড়া করবে এনসিপি? বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী মার্চ মাসে মহারাষ্ট্রে বাজেট পেশ হওয়ার কথা। তাই ততদিন পর্যন্ত অর্থমন্ত্রক নিজের কাছেই রাখবেন ফড়ণবীস। তারপর তা তুলে দেওয়া হবে সুনেত্রার হাতে। আর বাকি আবগারি এবং ক্রীড়া মন্ত্রক নিয়ে কোনও আপত্তি নেই ফড়ণবীসের।
