Beldanga Chaos: পুলিশের হাতে গ্রেফতার ৩৫! বেলডাঙার অশান্তিতে নতুন করে তদন্ত শুরু NIA-র
NIA Investigation on Beldanga Chaos: সূত্রের খবর বেলডাঙার অশান্তির ঘটনায় অন্য কোনও ষড়যন্ত্র বা সাম্প্রদায়িক অসহিষ্ণুয়তার বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে NIA। খুব শীঘ্রই গ্রেফতারও হওয়া অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে বিশেষ NIA আদালতে আবেদন জানাবেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

মুর্শিদাবাদ: রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ তুলেছিলেন, পুলিশি নিষ্ক্রিয়তার। কলকাতা হাইকোর্ট বলেছিল, কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত হতেই পারে। অবশেষে বেলডাঙা অশান্তির ঘটনায় তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার গ্রহণ করেছে তারা। রুজু হয়েছে একটি মামলাও। এই মর্মে FIR কপি জমা পড়েছে আদালতে। মুর্শিদাবাদেও পৌঁছেছে তাঁরা।
বেলডাঙার অশান্তির ঘটনার তদন্তভার NIA গ্রহণ করতেই রাজ্য পুলিশের কাছেও পৌঁছেছে একটি নির্দেশ। শুক্রবার পুলিশকে বিশেষ NIA আদালতের নির্দেশ, অশান্তির ঘটনা সংক্রান্ত সমস্ত নথি যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে তুলে দিতে হবে। বলে রাখা প্রয়োজন, যে অশান্তির ঘটনায় ইতিমধ্যে ৩৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ পুলিশ। এবার সেই ঘটনাতেই নতুন করে মামলা করে তদন্তভার গ্রহণ করল জাতীয় তদন্তকারী সংস্থা।
কিন্তু এই আচমকা তদন্তের কারণ কী? সূত্রের খবর বেলডাঙার অশান্তির ঘটনায় অন্য কোনও ষড়যন্ত্র বা সাম্প্রদায়িক অসহিষ্ণুয়তার বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে NIA। খুব শীঘ্রই গ্রেফতারও হওয়া অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে বিশেষ NIA আদালতে আবেদন জানাবেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
উল্লেখ্য, জানুয়ারির মাঝ বরাবর ঝাড়খণ্ডে এক বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্য়ুকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙা। ভাঙচুর, রেল অবরোধ, জাতীয় সড়কে বিক্ষোভ, সাংবাদিকদের মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এই ঘটনায় দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলাও। কিন্তু যে ঘটনা ঘিরে এত বিবাদ, এত অশান্তি, দিনশেষে সেই ঘটনার সত্যতাই পড়েছিল প্রশ্নের মুখে। নিহত পরিযায়ী শ্রমিকের মৃত্য়ুর কারণ নির্যাতন, খুন কিংবা অত্যাচার নয়। বরং ময়নাতদন্তের রিপোর্ট বলে, আত্মঘাতী হয়েছিলেন তিনি। তা হলে ভুয়ো খবর রটিয়েই আগুন জ্বালানো হল বেলডাঙায়? নেপথ্যে কারা? সেই তদন্তই করবে NIA।
