Supreme Court: জানেন কত কোটি টাকার মালিক দেশের প্রধান বিচারপতি? রইল সম্পত্তির খতিয়ান

Supreme Court: শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ৩৩ জন। যার মধ্যে আপাতত ২১ জন নিজেদের সম্পত্তি খতিয়ান প্রকাশ্যে আনলেন। যা প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেই।

Supreme Court: জানেন কত কোটি টাকার মালিক দেশের প্রধান বিচারপতি? রইল সম্পত্তির খতিয়ান
প্রধান বিচারপতিImage Credit source: Getty Image | PTI

|

May 06, 2025 | 2:37 PM

নয়াদিল্লি: গত মাসে সিদ্ধান্ত গ্রহণ। নতুন মাসে প্রয়োগ। মঙ্গলবার, দেশের বিচারব্যবস্থাকে আরও এক ধাপ স্বচ্ছতার পথে এগিয়ে দিয়ে নিজেদের সম্পত্তির খতিয়ান তুলে ধরলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও হবু বিচারপতি বি আর গভাই-সহ অন্যান্য বিচারপতিরা। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ৩৩ জন। যার মধ্যে আপাতত ২১ জন নিজেদের সম্পত্তি খতিয়ান প্রকাশ্যে আনলেন। যা প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেই।

কত সম্পত্তি রয়েছে প্রধান বিচারপতির?

শীর্ষ আদালতের ওয়েবসাইটে নিজের ও স্ত্রীর মিলিয়ে যৌথ সম্পত্তির হিসাব তুলে ধরেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাতে দেখা গিয়েছে, প্রধান বিচারপতির কাছে গাড়ি বলতে রয়েছে, তার বছর দশেকের মারুতি সুইফট।

অস্থাবর সম্পত্তির তালিকায় রয়েছে, আড়াইশো গ্রাম সোনা, ২ কেজি রুপো। তাঁর স্ত্রীর কাছে রয়েছে, ৭০০ গ্রাম সোনা ও ৫ কেজি রুপো সঙ্গে কিছু হিরের গহনা। যার বেশির ভাগটাই উত্তরাধিকার ও উপহার স্বরূপ পাওয়া।

এছাড়াও, স্থায়ী আমানত রূপে প্রধান বিচারপতির ব্যাঙ্কে রয়েছে ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকা। পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ১ কোটি টাকা। জেনারেল পি এফ অ্যাকাউন্টে রয়েছে ১ কোটি ৭৭ লক্ষ টাকা। ২৯ হাজার টাকার একটি LIC মানি ব্যাক পলিসি ও ১৪ হাজার টাকার শেয়ার। তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৩ লক্ষ টাকা। পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ৬৪ লক্ষ টাকা। শেয়ার ও মিউচুয়াল ফান্ড রয়েছে মোট ১ কোটি ৩৯ লক্ষ ১৬ হাজার টাকার।

পাশাপাশি, দিল্লিতে একটি তিন কামরা ও একটি চার কামরার ফ্ল্যাট। যাতে অংশীদারিত্ব রয়েছে তাঁর ভাইয়েরও। এছাড়া, ২০১৯ সালে কেনা একটি চার বেডরুমের ফ্ল্যাটের ৫৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে তাঁর। হিমাচল প্রদেশেও অংশীদারিত্বের ভিত্তিতে রয়েছে একটি বাড়ি।