Supreme Court: ‘নয়া শিক্ষানীতি গ্রহণে বাধ্য করা যাবে না রাজ্যকে’, মামলা খারিজ করে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

Supreme Court on NEP: কেন্দ্রের নির্দেশের পর দেশের একাধিক রাজ্যে এই নয়া শিক্ষানীতি লাগু হলেও তামিলনাড়ু, বাংলা ও কেরল এখনও নিজেদের অভিযোগে অনড়। এই পরিস্থিতিতে তাদের 'রূঢ়তা' ভাঙতে শীর্ষ আদালতে একটি মামলা দায়ের করেন আইনজীবী জিএস মণি।

Supreme Court: নয়া শিক্ষানীতি গ্রহণে বাধ্য করা যাবে না রাজ্যকে, মামলা খারিজ করে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের
সুপ্রিম কোর্টImage Credit source: Getty Image

|

May 09, 2025 | 5:12 PM

নয়াদিল্লি: নতুন শিক্ষানীতি নিয়ে বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। শুক্রবার, একটি মামলা খারিজ করে নতুন শিক্ষানীতি যে কারওর উপর জোর করে চাপানো যাবে না, সেই কথাটাই মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি জেবি পারদিওয়াল ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করার বিষয়ে কোনও রাজ্যকে বাধ্য করা যাবে না।

বেশ কয়েক মাস ধরেই নয়া শিক্ষানীতি নিয়ে আপত্তি তুলেছে দক্ষিণের অবিজেপি শাসিত রাজ্যগুলি। মূলত, নতুন শিক্ষানীতির আওতায় থাকা তিন ভাষা নীতি ঘিরে তৈরি হয়েছে অসন্তোষ। সুর চড়িয়েছে বাংলাও। তাদের দাবি, নয়া শিক্ষানীতির মাধ্যমে অহিন্দি রাজ্যগুলির উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে।

কেন্দ্রের নির্দেশের পর দেশের একাধিক রাজ্যে এই নয়া শিক্ষানীতি লাগু হলেও তামিলনাড়ু, বাংলা ও কেরল এখনও নিজেদের অভিযোগে অনড়। এই পরিস্থিতিতে তাদের ‘রূঢ়তা’ ভাঙতে শীর্ষ আদালতে একটি মামলা দায়ের করেন আইনজীবী জিএস মণি।

কিন্তু শুক্রবার আইনজীবীর সেই আবেদন খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালতের বিচারপতি জেবি পারদিওয়াল ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। এরপর সংবিধানের ৩২ নং অনুচ্ছেদের কথা উল্লেখ করে আদালত জানায়, জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার জন্য কোনও রাজ্যকে বাধ্য করা যেতে পারে না। কিন্তু রাজ্যের কোনও পদক্ষেপ যদি সেই রাজ্যের নাগরিকদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে, সেক্ষেত্রে আদালত জনস্বার্থে হস্তক্ষেপ করতে পারে।